টিভিতে দেখেছেন সাড়ে তিন কোটি দর্শক
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পের দেয়া মনোনয়ন গ্রহণের ভাষণ দেখেছেন অন্তত সাড়ে ৩ কোটি দর্শক। নিউইয়র্কভিত্তিক বৈশ্বিক তথ্য পরিমাপক সংস্থা নেলসনের প্রতিবেদনে শুক্রবার জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেয়া ট্রাম্পের এ ভাষণ বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে দেখেছেন গড়ে প্রায় ৩ কোটি ২২ লাখ দর্শক। আরও ২০ লাখ ৬৬ হাজার দর্শক দেখেছেন পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের (পিবিএস) মাধ্যমে। শনিবার এ খবর দিয়েছে লস এঞ্জেলেস টাইমস।
২০১২ সালে রিপাবলিকান প্রার্থী মিট রমনির ভাষণের চেয়ে বেশি দর্শক দেখেছেন ট্রাম্পের এ ভাষণ। ওই বছর রমনির ভাষণ দেখেছিলেন ৩ কোটি ৩ লাখ মানুষ। তবে অল্পের জন্য ২০০৮ সালে জন ম্যাককেইনের ভাষণ দেখা দর্শকের টপকাতে পারেননি ট্রাম্প। ওই বছর ম্যাককেইনের ভাষণের দর্শক ছিল ৩ কোটি ৮৭ লাখ। ওই দিন ফক্স নিউজ চ্যানেলের ম্যাধ্যমে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়া ট্রাম্পের ভাষণ দেখেন সবচেয়ে বেশি দর্শক। ওই চ্যানেলে রাত ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত নিউজের মাধ্যমে প্রচারিত এ ভাষণের দর্শক ছিল ৯০ লাখ ৩৫ হাজার। সিএনএনের মাধ্যমে দেখেছেন ৫০ লাখ ৪৮ হাজার, এনবিসির মাধ্যমে ৪০ লাখ ৫৯ হাজার,
২০১২ সালে রিপাবলিকান প্রার্থী মিট রমনির ভাষণের চেয়ে বেশি দর্শক দেখেছেন ট্রাম্পের এ ভাষণ। ওই বছর রমনির ভাষণ দেখেছিলেন ৩ কোটি ৩ লাখ মানুষ। তবে অল্পের জন্য ২০০৮ সালে জন ম্যাককেইনের ভাষণ দেখা দর্শকের টপকাতে পারেননি ট্রাম্প। ওই বছর ম্যাককেইনের ভাষণের দর্শক ছিল ৩ কোটি ৮৭ লাখ। ওই দিন ফক্স নিউজ চ্যানেলের ম্যাধ্যমে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়া ট্রাম্পের ভাষণ দেখেন সবচেয়ে বেশি দর্শক। ওই চ্যানেলে রাত ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত নিউজের মাধ্যমে প্রচারিত এ ভাষণের দর্শক ছিল ৯০ লাখ ৩৫ হাজার। সিএনএনের মাধ্যমে দেখেছেন ৫০ লাখ ৪৮ হাজার, এনবিসির মাধ্যমে ৪০ লাখ ৫৯ হাজার,
এবিসির মাধ্যমে ৩০ লাখ ৮৬ হাজার ও সিবিএসের মাধ্যমে ৩০ লাখ ৮০ হাজার দর্শক। সেই রাতের বক্তব্য দেখায় দর্শকদের এ সমর্থনে ক্যাবল চ্যানেলগুলোতে ট্রাম্প ‘রেটিং ম্যাগনেট’ হিসেবে আখ্যা পেয়েছেন বলে জানায় নেলসন। তবে ভাষণের দীর্ঘসূত্রতার দিক দিয়ে ৪৪ বছরের মার্কিন নির্বাচনে ইতিহাস গড়েছেন ট্রাম্প। জাতীয় কনভেনশনের শেষ পর্বের রাতে ৭৫ মিনিট ভাষণ দিয়েছেন ট্রাম্প। ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত তিনজন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর বক্তব্য এক ঘণ্টা পার করেছে। এরা হলেন: বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের আগ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের বক্তব্যটি রেখেছিলেন বিল ক্লিনটন। ১৯৯৬ সালে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন গ্রহণের সময় ৬৪ মিনিট ধরে বক্তব্য দিয়েছিলেন তিনি।
No comments