খালেদা জিয়ার সঙ্গে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি
প্রতিনিধি দল। বিকালে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান
সাংবাদিকদের বৈঠকের বিষয় অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বিক
পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে অবহিত করেছেন বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের মানবাধিকার, গণতন্ত্রসহ অনেক বিষয়ে তারা
অবহিত। অর্থনীতি, রাজনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনায় তারা
সার্বিক চিত্র পাওয়ার চেষ্টা করেছে। বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে, ৫ই
জানুয়ারির নির্বাচনের কারণে এখন দেশ যে গণতন্ত্রহীন, সুশাসনহীন অবস্থা
চলছে। বিএনপি অভিমত দিয়েছে, দেশে গণতন্ত্র না থাকলে ঠেকসই উন্নয়ন সম্ভব না।
নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মঈন খান বলেন, ৫ই
জানুয়ারির নির্বাচনের বিষয়ে আমরা বলেছি। এছাড়া বর্তমান পরিস্থিতিতে
গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও আমরা মনে করি। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন
আহমেদ এবং ইইউ পার্লামেন্টের ছয় প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ইইউ দূত
উপস্থিত ছিলেন।
No comments