বাঁধনের ব্যাখ্যা
‘মন পাবি, দেহ পাবি, তবু ভ্যাট পাবি না
’- এমন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী নাদিয়া রহমান বাঁধনের একটি ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে
নাদিয়া। তিনি লিখেছেন, যদি সরকার আমাদের কথা মানে তাহলে আমরা সরকারের উপর
খুব হ্যাপি হবো (মন পাবি)। যদি পুলিশ দিয়ে গুলি করতে চায় তাও রেডি আছি (দেহ
পাবি), কিন্তু কোনো ভ্যাট নয়। এই সিম্পল কথাটা না বুঝে যারা উল্টা-পাল্টা
কমেন্ট করছে তাদের কিছু বলার নেই আমার। অন্যদের শ্রদ্ধা করলেই কেবল আপনি
কারো কাছ থেকে শ্রদ্ধা পেতে পারেন। বাঁধন দাবি করেন, তিনি অনেক প্ল্যাকার্ড
নিয়েই ছবি তুলেছেন, তবে এসবের একটাও তার নিজের নয়। তিনি আরও লিখেছেন, এই
প্ল্যাকার্ডের লেখাটা ফানি (মিনিংলেস না, কিন্তু সেটা বোঝার ক্ষমতা সবার
নেই)। আমি মেয়ে বলে আসলে আমার প্ল্যাকার্ড ধরা ঠিক হয়নি? আমি নিজেকে মানুষ
ভাবতে পছন্দ করি, নিজেকে সেভাবেই ট্রিট করি।
No comments