ভাষণ ব্যবসায় ক্লিনটন দম্পতির আয় ২৪০ কোটি!
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী হিলারি ক্লিনটন শুধু ভাষণ দিয়ে আয় করেছেন আড়াই কোটি ডলার। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন নিয়ে হিলারি ক্লিনটনের আত্মজীবনী ‘হার্ড চয়েস’ থেকে আয় করেছে ৫০ লাখ ডলার। সব মিলিয়ে গত ১৬ মাসে তাদের আয় তিন কোটি ডলারের বেশি আয় করেছেন। এ আয়ের একটি বড় অংশই এসেছে ১০০টি বক্তৃতা থেকে। বিভিন্ন ব্যাংক বীমা ও কর্পোরেট কোম্পানিগুলোই ভাষণ দিয়েই ক্লিনটন দম্পতি আয় করেছে ৩ কোটি ডলারের বেশি (২৪০ কোটি টাকা) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনে শুক্রবার দাখিল করা সম্পদ বিবরণীতে এ তথ্য দিয়েছেন হিলারি। নিয়মানুয়ায়ী, ২০১৬ সালের অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সব প্রার্থীকে ব্যক্তিগত আয়-ব্যয়ের তথ্য দিতে হয়েছে।এতে ২০১৪ সালের জানুয়ারি থেকে আয়-ব্যয়ের তথ্য দিয়েছেন তারা। হিলারির দাখিল করা প্রতিবেদনে দেখা যায়,
গত ১৬ মাসে বক্তৃতা করে ক্লিনটন দম্পতি ২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২০০ কোটি টাকা বাংলাদেশী মুদ্রা আয় করেছেন। তবে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে আর্থিক শিল্পের কাছ থেকে বিপুল অর্থ নিয়ে বক্তৃতা দেয়ার জন্য সমালোচিত হচ্ছেন জনপ্রিয় এ রাজনীতিক দম্পতি। প্রতিটি বক্তৃতার জন্য হিলারি ক্লিনটন ২ লাখ ডলার বা প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা, কখনো কখনো এর চেয়ে বেশি অর্থও, নিয়ে থাকেন। বিল ক্লিনটনও একই পরিমাণ অর্থ নেন। তবে ২০১২ সালে নাইজেরিয়ার লাগোসে একটি কোম্পানিতে বক্তৃতা দিয়ে বিল ক্নিনটন নিয়েছিলেন ৭ লাখ ডলার। এছাড়া বিল ক্লিনটনের ৭০টি সম্মানি ভাতা রয়েছে। সম্পদের বিবরণীতে জানানো হয় যে হিলারির পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ঘটনাবলী নিয়ে তার লেখা বই ‘হার্ড চয়েসেস’ থেকে এখন পর্যন্ত আয় হয়ছে অর্ধ কোটি ডলার বা প্রায় ৪০ কোটি টাকা। উল্লেখ্য, গতবছর হিলারি ক্লিনটন দাবি করেন, ২০০১ সালে বিল ক্লিনটন হোয়াইট হাউস ছাড়ার সময় দুজনার কারো কাছেই কোনো টাকা ছিল না। নিউইয়র্ক টাইমস।
No comments