‘ট্রাক চাপায়’ শিবির নেতা নিহত: অজ্ঞাত চালকের বিরুদ্ধে র্যাবের মামলা
চাঁপাইনবাবগঞ্জে
শিবির নেতা তুহিন নিহতের ঘটনায় অজ্ঞাত এক ট্রাক চালককে আসামি করে মামলা
করেছে র্যাব। মঙ্গলবার রাতেই র্যাবে পক্ষ থেকে থানায় মামলাটি দায়ের করা
হয়। এদিকে র্যাবের অভিযানে আটক নেতা আসাদুল্লাহ তুহিনের মৃত্যুর প্রতিবাদে
চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন চলছে শান্তিপূর্ণ
ভাবে পালিত হয়েছে। সকাল ৯টার দিকে হরতাল সমর্থনে শহরের বাতেনখাঁর মোড়
থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বড় ইন্দারা মোড়ে গিয়ে
সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এছাড়া আর কোথাও পিকেটিং বা কোন তৎপরতা দেখা
যায়নি। হরতালে বন্ধ আছে দোকানপাট। বড় যানবাহন না চললেও শহরে ছোট যানবাহন
চলছে। এদিকে নাশকতার আশঙ্কায় বুধবার রাতে বিএনপি জামায়াতের ২২ নেতা কর্মীকে
আটক করেছে পুলিশ। উল্লেখ্য, সোমবার বিকালে র্যাবের হাতে আটক হন
চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা শিবিরের সভাপতি আসাদুল্লাহ তুহিন। র্যাবের
দাবি, তাকে নিয়েই বিস্ফোরক উদ্ধারে গেলে চাঁপাইনাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের
লালাপাড়া এলাকায় সে র্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এসময়
দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মারা যান। যদিও শিবিরের পক্ষ থেকে বলা
হয়েছে, এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকা-। এদিকে নিহত তুহিনের লাশ
মঙ্গলবার রাতেই ময়নাতদন্ত শেষে টিকরামপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নিতহ
তুহিনের ভাই মো. আসলাম জানান, তুহিনের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া
গেছে। বাম বুকে রাবার বুলেটে ক্ষত বিক্ষত হয়েগেছে তার জীবন। র্যাব তাকে
গুলি করেই হত্যা করেছে। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ময়নাতদন্তকারী
চিকিৎসক ডা. সফিকুল ইসলাম জানান, তুহিনের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি।
তবে র্যাব ঘটনাটি বরাবরই সড়ক দুর্ঘটনা বলে দাবি করে আসছিল। তবে আজ বিকাল
পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলেও র্যাব বাদি হয়ে অজ্ঞাত একজন
ট্রাক চালকে আসামি করে মঙ্গলবার রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেছে
বলে সদর থানার ওসি জসিম উদ্দীন জানিয়েছেন।
No comments