সৌদি আরব সফরে ‘মস্তকাবরণ’ ছাড়া মিশেল, বিতর্ক
ভারত
সফর কিছুটা সংক্ষিপ্ত করে প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজকে
শ্রদ্ধা নিবেদন করতে গতকাল সৌদি আরবে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বারাক
ওবামা। বিমানবন্দরে নতুন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ ওবামাকে
উষ্ণ অভ্যর্থনা জানান। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় ওবামাকে। কিন্তু, যে
বিষয়টি একটু ভিন্নভাবে অনেকের দৃষ্টি কেড়েছে এবং তীব্র বিতর্ক উস্কে
দিয়েছে, তা হলো মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাক। মিশেলের পরনে ছিল
লম্বা প্যান্ট এবং দীর্ঘ উজ্জ্বল রঙের জ্যাকেট। তবে মাথা ও কপাল ঢাকার
জন্য ছিল না কোন হেডস্কার্ফ বা মস্তকাবরণ, যা দেশটির পোশাক পরিধানের নীতির
পরিপন্থী। তবে সৌদি আরবের রীতির প্রতি সম্মান জানিয়ে মিশেল ঢিলেঢালা পোশাক
পরেছিলেন। তার হাত সম্পূর্ণ আবৃত ছিল। এ খবর দিয়েছে অনলাইন অনলাইন ওয়াশিংটন
পোস্ট ও বার্তা সংস্থা এপি। মিশেলের মস্তকাবরণ না থাকার বিষয়ে হ্যাশট্যাগ
ব্যবহার করে গতকাল দেড় হাজারেরও বেশি টুইট করা হয়েছে। অধিকাংশ টুইটেই
মার্কিন ফার্স্ট লেডির সমালোচনা করা হয়েছে। কোন কোন টুইটার ব্যবহারকারী
যুক্তি দেখিয়ে বলেছেন, সম্প্রতি ইন্দোনেশিয়া সফরে মিশেল ওবামা মস্তকাবরণ
পরেছিলেন, তবে সৌদি আরবে কেন নয়? পক্ষান্তরে, ইতিবাচক প্রতিক্রিয়াও ছিল।
কেউ কেউ লিখেছেন, মিশেলের অতিরিক্ত সমালোচনা হওয়া উচিত নয়। কারণ, তিনি খুব
সংক্ষিপ্ত ও আকস্মিক সফরে সৌদি আরবে এসেছেন। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয়
টেলিভিশনের মিশেলের ছবি দেখানো হয়নি। কারও কারও দাবি ভিডিওতে ডিজিটাল
ইফেক্ট ব্যবহার করে মিশেলকে অস্পষ্ট করে দেয়া হয়েছে।
No comments