লিবিয়ায় হোটেলে হামলায় ৫ বিদেশীসহ নিহত ৯
লিবিয়ার
রাজধানী ত্রিপোলির একটি হোটেলে হামলার ঘটনায় ৫ বিদেশী নাগরিকসহ ৯ জন নিহত
হয়েছেন। এর মধ্যে একজন যুক্তরাষ্ট্র ও একজন ফ্রান্সের নাগরিক রয়েছেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
তবে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি বা নিহত মার্কিনির পরিচয় প্রকাশ করা
হয়নি। ফ্রান্স সরকারের পক্ষ থেকেও দেশটির এক নাগরিকের প্রাণহানির খবর
নিশ্চিত করা হয়েছে। কয়েকজন বন্দুকধারী করিন্থিয়া হোটেলের অভ্যর্থনা কক্ষে
ঢুকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। কাছেই একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ
খবর দিয়েছে অনলাইন বিবিসি। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, হামলাকারীদের
কয়েকজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। কতোজন ওই হামলায় অংশ নিয়েছিল, তা এখনও
স্পষ্ট নয়। কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত একটি
টুইটার অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে, আইএস এ হামলা পরিচালনা করেছে। গত বছরের
অক্টোবর মাস থেকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরে আইএসের উপস্থিতির
বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে। তবে বিদেশী পর্যবেক্ষকরা হামলার সঙ্গে কারা
জড়িত, সে ব্যাপারে নিশ্চিত নন। করিন্থিয়া হোটেলটি বিদেশী কূটনীতিক ও
সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ
আল-থিন্নি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের খুঁজে বের করে
বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
No comments