সানিয়া মির্জার জন্য এক কোটি রুপি
মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন ও
অন্যান্য টুর্নামেন্টের প্রশিক্ষণ এবং খরচের জন্য ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে এক কোটি রুপি অনুদান দিচ্ছে ভারতের তেলেঙ্গানা সরকার। এই
ঘোষণা দিয়েছেন নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
মঙ্গলবার সানিয়ার হাতে চেক তুলে দেয়ার কথা মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও টেনিস তারকা সানিয়া মির্জার জন্য এক কোটি রুপি অনুদান ঘোষণা করেছেন। ইউএস ওপেন ও আসন্ন অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে প্রশিক্ষণের খরচের জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে সানিয়ার হাতে চেক তুলে দেবেন। সম্প্রতি ডব্লিউটিএ ডাবলস র্যাংকিংয়ে ক্যারিয়ারে প্রথমবার পঞ্চম স্থানে উঠে আসেন ভারতীয় এই টেনিস তারকা। ওয়েবস
No comments