আর্জেন্টিনার আফ্রিকা পরীক্ষা মাঠে মেসি পরিবার by পিন্টু আনোয়ার
ইউরোপ ও এশিয়ার দুই দলের বাধা পার করেছে
আর্জেন্টিনা মেসি ম্যাজিকে। এবার আর্জেন্টাইনদের সামনে বাধা আফ্রিকা।
বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে হতাশার স্মৃতিতে আফ্রিকানদেরই নাম। ১৯৯০’র
আসরে গ্রুপের প্রথম ম্যাচে শিরোপাধারী আর্জেন্টিনা ১-০ গোলে হার মানে
ক্যামেরুনের কাছে। চলতি আসরে টানা দুই জয় পেলেও আর্জেন্টিনা দলের
নৈপুণ্যটা আহামরি নয়। যদিও দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত
হয়েছে আর্জেন্টিনার। তবে গ্রুপ সেরার মর্যাদা নিয়ে দ্বিতীয় রাউন্ডে সুবিধা
পেতে হলে আর্জেন্টিনার জয় চাই শেষ ম্যাচেও। আর শেষ ম্যাচে আর্জেন্টিনার
পরীক্ষা দিতে হবে আফ্রিকার সুপার ঈগল নাইজেরিয়ার কাছে। ‘এফ’ গ্রুপে নিজেদের
শেষ ম্যাচে আজ মোকাবিলায় নামছে লাতিন আমেরিকা ও আফ্রিকার দল দু’টি। পোর্তো
আলেগ্রের মাঠে ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। কোচ দিয়েগো ম্যারাডোনার অধীনে
দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপে গ্রুপে টানা তিন জয় নিয়ে পরের রাউন্ডের
যোগ্যতা দেখায় আর্জেন্টিনা। তবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলায়
সুপার ঈগলরা আজ জানবাজি রেখে খেলবে এতে কোন সন্দেহ নেই। দ্বিতীয় রাউন্ডের
স্বপ্ন জীবিত রাখতে হলে আজ হারলে চলবে না নাইজেরিয়ার। প্রথম ম্যাচে এশিয়ার
ফুটবল শক্তি ইরানের সঙ্গে গোলশূন্য ড্রতে ১ পয়েন্ট পায় নাইজেরিয়াও। আর
দ্বিতীয় ম্যাচে তারা ১-০ গোলে হারায় এবারের আসরের আলোচিত দল
বসনিয়া-হার্জেগোভিনাকে। আজ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিদেনপক্ষে ড্র
রাখতে পারলেও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছবে নাইজেরিয়া। গ্রুপে টানা
দুই হার নিয়ে বসনিয়ার বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আর শেষ ম্যাচে বসনিয়ার
বিপক্ষে জয় পেলে ইরান দলের সংগ্রহ দাঁড়াবে ৪ পয়েন্ট। আজ নাইজেরিয়ার
বিপক্ষে লাগাম ঢিলা করার সুযোগ নেই মেসি-অ্যাগুয়েরোদেরও। ‘এফ’ গ্রুপের
দ্বিতীয় দল নকআউট রাউন্ডে মোকাবিলা করবে ‘ই’ গ্রুপের সেরা দলকে। এক্ষেত্রে
‘ই’ গ্রুপে সম্ভাব্য সেরা দল ভাবা হচ্ছে শক্তিধর ফ্রান্সকে। গ্রুপে
বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনাকে মোকাবিলার আগে দৃঢ়তা দেখালেন নাইজেরিয়া
কোচ স্টিফেন কেশি। বলেন, দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবো না, এমন চিন্তা মাথায়
আসে না আমার। আর বসনিয়ার বিপক্ষে দল যেমন লড়াকু নৈপুণ্য দেখালো এতে
আত্মবিশ্বাস বেড়েছে আমারও। নাইজেরিয়া তারকা ওগেনাই ওনাজির কথায়ও লড়াইয়ের
আভাস। আর্জেন্টিনাকে মোকাবিলার আগে ইতালি লীগের দল ল্যাজিওর এ মিডফিল্ড
তারকা বলেন, মেসিকে নিয়ে আমাদের আতঙ্ক নেই। সে আর দশজনের মতোই রক্ত-মাংসের
এক ফুটবলার। আর্জেন্টিনা দলের বিপক্ষে আলাদা পরিকল্পনা আছে আমাদেরও। এটা
মাঠেই দেখবেন সবাই। গ্রুপের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে
শুরুতে ৪-৫-১ পদ্ধতির কৌশল নিয়ে সমালোচনা শোনেন আর্জেন্টিনা কোচ
আলেহান্দ্রো সাবেলা। তবে পরের ম্যাচে গঞ্জালো হিগুয়েন-ফার্নান্দো গাগোদের
নিয়ে সাবেলার ৪-৩-৩-এর আক্রমণাত্মক কৌশলেও বিশেষ নৈপুণ্য দেখা যায়নি
আর্জেন্টিনা দলে। অপেক্ষাকৃত খর্ব শক্তির দল ইরানের বিপক্ষে গোলের দেখা
পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ মিনিট পর্যন্ত।
নাইজেরিয়ার বিপক্ষে এমনিতে দাপুটে পরিসংখ্যান আর্জেন্টিনার। এ পর্যন্ত ৬
লড়াইয়ে চারবার জয় দেখেছে আর্জেন্টাইনরা। তবে এতে দু’বারের বিশ্ব
চ্যাম্পিয়নরা হারের স্বাদও পেয়েছে একবার। আর নাইজেরিয়ার বিপক্ষে
আর্জেন্টিনার পরিসংখ্যানে গোল খরার চিত্র। ৬ মোকাবিলায় মাত্র ১.৩ গড়ে
আর্জেন্টিনা গোল পেয়েছে ৮ বার। আজ আর্জেন্টিনা দলের বাইরে থাকার সম্ভাবনা
পেশাদার ফুটবলে স্পোর্টিং লিসবনের ডিফেন্ডার মার্কোস রোহোর। ইতিমধ্যে এক
হলুদ কার্ড দেখে রেখেছেন রোহো। দুই হলুদ কার্ড মানে পরের মা্যচে
নিষেধাজ্ঞা। এক হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার খাঁড়ায় রয়েছেন নাইজেরিয়ার
চেলসি তারকা জন ওবি মিকেলও। বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার রেকর্ডটা
ভক্তদের জন্য অভয়েরই। ফুটবলের মহাযজ্ঞে গ্রুপ পর্বে নিজেদের শেষ ১৪ ম্যাচে
১১ জয়ের বিপরীতে আর্জেন্টিনা হার দেখেছে মাত্রই একবার। অন্যদিকে আফ্রিকান
ঈগলদের বিশ্বকাপ ইতিহাস ভক্তদের জন্য হতাশার। বিশ্বকাপে ১০ ম্যাচে
নাইজেরিয়ার ৬ হার ও ৩ ড্র। তবে একমাত্র জয়টি তাদের টাটকা। বসনিয়ার বিপক্ষে
১-০ গোলের জয়টি বিশ্বকাপে তাদের প্রথম। আর সর্বশেষ নৈপুণ্যে আলাদা
প্রতিরক্ষা দেখাচ্ছে নাইজেরিয়ার ডিফেন্স। দক্ষিণ আফ্রিকায় গত আসর ও এবারের
দুই ম্যাচ মিলিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ২২১ মিনিট কোন গোল হজম করেনি
নাইজেরিয়া। সুপার ঈগলদের ডিফেন্স প্রাচীর ভাঙতে আর্জেন্টিনা দলের আক্রমণে
দায়িত্বটা নিতে হবে অধিনায়ক লিওনেল মেসিকেই। জাতীয় দলের জার্সি গায়ে শেষ ৭
ম্যাচে ৮ গোল দেখিয়েছেন লিওনেল মেসি। আর নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে
মেসির জন্য আলাদা উপলক্ষ। গতকাল ২৭ বছরে পা দিয়েছেন এ আর্জেন্টাইন
ফুটবলার। দলের জয়ে জন্মদিন উদযাপনে এতে মেসির সামনে সুযোগ। ইরানের বিপক্ষে
ম্যাচ দেখতে আর্জেন্টিনা থেকে ভাড়া জেট বিমানে ব্রাজিলে পৌঁছেন মেসির
বান্ধবী ও শিশুপুত্র থিয়াগো। আজ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও
ভিভিআইপি গ্যালারির দিকেও সবার নজর থাকবে নিশ্চিতই।
No comments