অস্থিতিশীল ইরাকে বিমান হামলায় নিহত ২২, আহত ৩৬
ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে গতকাল প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি বর্তমান রাজনৈতিক প্রক্রিয়াতেই অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। নিনেভেহ প্রদেশের রাজধানী মসুল থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে কয়েকটি যুদ্ধবিমান থেকে মিউনিসিপ্যালিটি ভবন ও এর কাছের দুটি বাড়িতে বোমা বর্ষণ করা হয়। এতে ৬ জন নিহত হয় ও ৬ জন আহত হয়। কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে থাকা বাজ শহরতলিতে হামলা চালানো ওই যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করা সম্ভব হয়নি। ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী শহরতলিটির বাসিন্দারা ধারণা করছেন, যুদ্ধবিমানগুলো সিরীয় বিমান বাহিনীর হতে পারে। তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে গত মঙ্গলবার রাতে উত্তরাঞ্চলীয় সালাহুদিন প্রদেশের বাইজি শহরে কয়েকটি ইরাকি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। এতে ১৬ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এর আগে গত মঙ্গলবার ইরাক-জর্ডান সীমান্তবর্তী রুতবা শহরে অশনাক্তকৃত কয়েকটি যুদ্ধবিমানের হামলায় ৬৯ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, সিরীয় যুদ্ধবিমান এ হামলাগুলো চালিয়েছে।
No comments