৫০০ নারী আত্মঘাতী প্রস্তুত : তালেবান
পাকিস্তান সরকারের সঙ্গে চলমান সংলাপ ব্যর্থ হলে সারা দেশে হামলা চালানোর জন্য ৫০০ নারী আÍঘাতী হামলাকারী প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছে তালেবানরা। সোমবার সরকারের সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধি ও ইসলামাবাদের লাল মসজিদের ইমাম মওলানা আবদুল আজিজ এ হুমকি দেন। তিনি সোমবার সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনাদের জানা উচিত, এই মুহূর্তে ওয়াজিরিস্তান ও অন্যান্য উপজাতীয় এলাকায় ৪০০ থেকে ৫০০ নারী বোমা হামলাকারী তৈরি আছে।
কাজেই পরিস্থিতি উপলব্ধির পাশাপাশি সরকারের উচিত তাদের দাবি মেনে নেয়া।’ মওলানা আবদুল আজিজ দাবি করেন, নওয়াজ শরিফ সরকারের সঙ্গে আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার জন্য তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির কোনো তাড়াহুড়া নেই। তালেবানের প্রধান আলোচক এমন সময় এ হুমকি দিলেন যখন নওয়াজ শরিফ সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষ থেকে কঠিন শর্ত আরোপ করার কারণে এ সংলাপ ব্যর্থ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। তালেবানরা বলছে, কারাবন্দি তাদের সব জঙ্গিকে মুক্তি দেয়ার পাশাপাশি উপজাতি অধ্যুষিত এলাকাগুলো থেকে সরকারি সৈন্য প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে সারা দেশে ইসলামি শরিয়া আইন (কট্টর ওহাবী আইন) চালুরও প্রস্তাব দিয়েছে তারা। এদিকে পাকিস্তান সরকার বলছে, তালেবানের সঙ্গে যে কোনো আলোচনা হতে হবে সংবিধান অনুযায়ী। কিন্তু তালেবান পাকিস্তানের বর্তমান সংবিধানের কোনো কোনো ধারা মেনে নিতে রাজি নয়। ডন।
No comments