উর্মিলার নায়ক রুমি by কামরুজ্জামান মিলু
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও প্রতিভার গুণে মডেলিং-অভিনয়ে সমান ঔজ্জল্য ছড়াচ্ছেন উর্মিলা শ্রাবন্তি কর।
সম্প্রতি ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় ‘এই গল্প এখানেই শেষ’ নামে নতুন একটি খণ্ড নাটকের কাজে হাত দিয়েছেন। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ক্লোজআপ ওয়ান তারকা রুমি।
গত ৩০, ৩১ মার্চ দু’দিন ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। নাটকের গল্প নিয়ে উর্মিলা বাংলানিউজকে বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম থাকে বর্না, শব্দ চরিত্রে অভিনয় করছেন রুমি ভাই। নাটকের গল্পে রুমি ভাই একজন মিউজিশিয়ান। এলোমেলো চলাফেরা আমি পছন্দ করি এবং তার গানও আমার পছন্দের। এভাবে নানা কাহিনীকে ঘিরে এগিয়ে গেছে নাটকটি। নাটকের গল্প এক কথায় অসাধারণ।”
রুমির সঙ্গে কাজ করার ব্যাপারে উর্মিলা বলেন, “রুমি ভাইয়ের সঙ্গে কাজ করে দারুণ খুশি আমি।”
অভিনেতা হিসেবে ‘এই গল্প এখানেই শেষ’ নাটকে অভিষেক ঘটছে রুমির। নাটকের বাকি কাজ আগামী ৩ এপ্রিল শেষ হবে বলে জানা গেছে।
‘লাক্সসুন্দরী’ উর্মিলা বর্তমানে একই পরিচালকের ধারাবাহিক নাটক ‘প্যাভেলিয়ান’ নাটকে অভিনয় করছেন। এছাড়াও আলভী আহমেদের ‘টিট ফর ট্যাট’, মোস্তফা কামাল রাজের ‘সার্কেল’, আশুতোষ সুজনের ‘জিরো পয়েন্ট’, জিয়াউদ্দিন আলম ও সাইফ চন্দনের ‘দলছুট’সহ বেশ কিছু নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
অভিনেতা হিসেবে ‘এই গল্প এখানেই শেষ’ নাটকে অভিষেক ঘটছে রুমির। নাটকের বাকি কাজ আগামী ৩ এপ্রিল শেষ হবে বলে জানা গেছে।
‘লাক্সসুন্দরী’ উর্মিলা বর্তমানে একই পরিচালকের ধারাবাহিক নাটক ‘প্যাভেলিয়ান’ নাটকে অভিনয় করছেন। এছাড়াও আলভী আহমেদের ‘টিট ফর ট্যাট’, মোস্তফা কামাল রাজের ‘সার্কেল’, আশুতোষ সুজনের ‘জিরো পয়েন্ট’, জিয়াউদ্দিন আলম ও সাইফ চন্দনের ‘দলছুট’সহ বেশ কিছু নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
No comments