মদীনা সনদ অনুযায়ী দেশ চলবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহানবী
(সা.) মদীনা সনদ ও বিদায় হজে যা বলে গেছেন ঠিক সেভাবে দেশ চলবে। মদিনা সনদে
সব ধর্মীয় গোষ্ঠীর অধিকার যেভাবে সংরক্ষণ করা হয়েছিল, তার আলোকে
অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবো।
সকালে পাবনা জেলা আওয়ামী
লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
শাহবাগর গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে শুরু করা হেফাজতে ইসলামের প্রতিবাদ কর্মসূচি থেকে সরকারকে নাস্তিকদের মদতদাতা বলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ জবাব দিলেন।
যে কোন ধর্ম অবমাননার বিরুদ্ধে সরকারের অবস্থান জানিয়ে শেখ হাসিনা বলেন, কোন ধর্মের অবমাননা বরদাশত করা হবে না। নবী করিম (স.) কে কটূক্তি করলে আমরা মানব না। ব্যবস্থা নেবোই।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
শাহবাগর গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে শুরু করা হেফাজতে ইসলামের প্রতিবাদ কর্মসূচি থেকে সরকারকে নাস্তিকদের মদতদাতা বলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ জবাব দিলেন।
যে কোন ধর্ম অবমাননার বিরুদ্ধে সরকারের অবস্থান জানিয়ে শেখ হাসিনা বলেন, কোন ধর্মের অবমাননা বরদাশত করা হবে না। নবী করিম (স.) কে কটূক্তি করলে আমরা মানব না। ব্যবস্থা নেবোই।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
No comments