উই পোকার ঢিবিতে মাজার!
উই পোকার ঢিবিতে ‘শাহান শাহ’র মাজার
বানিয়ে পালন করা হলো প্রথম ওরস। গত ১লা চৈত্র ওই কথিত মাজারে ওরস উপলক্ষে
বসেছিল মদ ও গাঁজাখোরদের মিলন মেলা। সারা রাত তাদের পাগলামিতে অতিষ্ট ছিলেন
এলাকার মানুষ।
ওই ভুয়া মাজার নিয়ে এলাকার আলিম-ওলামারা
প্রতিবাদ সভার ডাক দিয়েছেন আগামী কাল। এ নিয়ে থমথমে এলাকার পরিস্থিতি।
উপজেলা প্রশাসন কথিত মাজারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ তলব
করেছে। এলাকাবাসি জানান, উপজেলার আহমদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের
শাহজাহান নামের এক যুবক বাড়ীর পাশে গত ১ মাস আগে পুর্ব পশ্চিমে মুখ করা
একটি মাটির টিলাকে কাপড় দিয়ে মুড়িয়ে সেখানে শাহান শাহ’র মাজার বলে প্রচার
চালায় এবং ১লা চৈত্র ওরস পালনের জন্য দাওয়াত নামা ছাপিয়ে তা বিলি করে।
প্রথম প্রথম এ বিষয়টিকে এলাকার আলিম-ওলামারা হাস্যরস হিসেবে উড়িয়ে দেন।
যথারীতি ওরস পালিত হলে কথিত শাহান শাহ’র মাজার নিয়ে ব্যপক হৈচৈ পড়ে যায়। আজ
কথিত শাহান শাহ’র মাজার এলাকায় গেলে মাজারের স্ব-ঘোষিত খাদেম শাহজাহানের
মা এসে বলেন, তিনি ৫ বছর আগে কোন এক চৈত্র মাসের ২১ তারিখ স্বপ্নে
দেখেন-এখানে শাহান শাহ নামের এক অলি তাকে বলছেন, আমি একজন অলি। আমার কবর
রয়েছে পুর্ব থেকে পশ্চিমে। তুমি তাড়াতাড়ি এ মাজারকে পাকা করে ১লা চৈত্র ওরস
পালন করবে। নইলে তোমার ক্ষতি হবে। স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি তার বড় পুত্র
শাহাজানকে ওরস পালন করার হুকুম দেন। এক প্রশ্নের জবাবে শাহজাহানের মা
ফাতেমা জানান, এ মাজারের কোন ইতিহাস তার কাছে নেই। এদিকে কথিত মাজার নিয়ে
স্থানীয় ঈমাম সমিতির সদস্য মাওলানা ওমর ফারুক শুক্রবার উপজেলা নির্বাহী
কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
No comments