বলিউডের পথে

পিনআপ গার্ল অথবা ক্যালেন্ডার গার্ল_যে নামেই ডাকুন না কেন, গত বছরের বিশ্বকাপ ক্রিকেটের আগপর্যন্ত সেটাই ছিল এই আলোচিত মডেলের একমাত্র পরিচয়। বিশ্বকাপ চলাকালীন হঠাৎ করেই এক সাক্ষাৎকারে ভারতীয় দলকে কেমন করে উজ্জীবিত করা যায়, এমন এক প্রশ্নের উত্তরে, 'ভারত যদি চ্যাম্পিয়ন হতে পারে তবে স্টেডিয়ামে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হব'_এমন প্রতিজ্ঞা করে হৈচৈ ফেলে দেন মডেল পুনম পাণ্ডে।

না, শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা পূরণ করেননি তিনি। ক্যালেন্ডার গার্ল হিসেবে পরিচয় এখন আর দিতে রাজি নন পুনম। তাঁর বর্তমান লক্ষ্য বলিউডে ক্যারিয়ার করা। সেই লক্ষ্যে গত এক সপ্তাহে চার দিন পুনম বলিউডের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানে 'কথা বলেছেন' এবং জানা গেছে, অচিরেই সেই প্রতিষ্ঠানের একটি বড় ছবিতে কাজ করতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন ২০ বছর বয়সী এই মডেল। এরই মধ্যে বলিউডভিত্তিক একটি ওয়েবসাইটের সঙ্গে বলিউড নিয়ে তাঁর স্বপ্ন ও প্রাসঙ্গিক নানা বিষয়ে কথা বলেন পুনম।

এটা কি সত্যি যে আপনি বলিউডে আসছেন, ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম কী, প্রযোজনায় কে? পরিচালক কে?
এখনই সব কিছু বলে দিতে ভয় লাগছে। কারণ, এখানে শেষ সময়েও অনেক কিছু বদলে যায়। তা ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও এখনই কিছু না বলার জন্যও বলা হয়েছে আমাকে। তাই কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি অচিরেই আমাকে প্রধান নায়িকা চরিত্রে দেখা যাবে।
এর আগে শোনা গেছে, আপনি প্রায় ২০টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, একাধিক আইটেম সংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, এমনকি একটি জনপ্রিয় রিয়েলিটি শোর প্রস্তাবও গ্রহণ করেননি। এটা কি ঠিক?
হ্যাঁ, সঠিক খবর। আশমিত পাটেল বা রাহুল মহাজনের মতো অভিনেতাদের বিপরীতে প্রস্তাব পেয়েছি এবং সংগত কারণেই সেগুলো ফিরিয়ে দিয়েছি। বলিউডের প্রথম সারির নায়কের বিপরীত ছাড়া অভিনয় করতে চাই না। দক্ষিণ থেকেও প্রস্তাব একই কারণে ফিরিয়ে দিয়েছি। আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ আপাতত আমি আইটেম সং করতে চাই না। প্রথমেই একটি বড় অভিষেক চাই, তারপর অন্য কিছু। চোখ বন্ধ করে আগুনে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা আমার এখনো হয়নি।
বলিউডে আপনার প্রতিদ্বন্দ্বী কে হবেন মনে করেন?
ক্যাটরিনা কাইফ। কারণ, তিনিই এক নম্বর। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে গণ্য করতে হলে তো এক নম্বরকেই ধরতে হয়।
বলিউডে আসার জন্য আপনি নাকি বক্ষবৃদ্ধি...
বাজে কথা। একেবারে জ্বলজ্যান্ত মিথ্যা। যারা বলছে তারা কেউই প্রমাণ দিতে পারবে না। আই অ্যাম অল ন্যাচারাল।

No comments

Powered by Blogger.