হিল্লোল ও নওশীন জানালেন, পুরোটাই বানোয়াট!!!
অভিনেতা হিল্লোল আর উপস্থাপিক ও অভিনেত্রী নওশীনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে মিডিয়ায় গুঞ্জন চলছে কিছু দিন ধরে। দুজনের ঘনিষ্ঠজনেরাই তাদের মধ্যকার হৃদয়ঘটিত সম্পর্কটি মিডিয়ায় ফাঁস করেন। এমন কি তারা বিয়ে করতে যাচ্ছেন, এরকম সংবাদও প্রকাশিত হয়েছে একাধিক পত্রিকায়।
বাংলানিউজ বিষয়টি জানার জন্য আলাদাভাবে কথা বলে দুজনের সঙ্গেই। নওশীন ও হিল্লোল দুজনের কন্ঠস্বরই ছিল একরম। তারা দুজনই প্রথমে পুরো বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। কিছুটা আক্ষেপ নিয়ে নওশীন বলেন, ‘একসঙ্গে কাজ করলে বা ঘুরে বেড়ালেই যদি বিষয়টা প্রেম হয়ে যায় তাহলে তো আমার কিছু বলার নেই। আমি আর হিল্লোল একসঙ্গে বেশ কয়েকটা কাজ করি। কাজ করতে করতেই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। আমরা একে অন্যের খুব ভালো বন্ধু, এছাড়া আমার বলার কিছুই নেই।

একাধিক পত্রিকায় তাদের সম্পর্ক ও বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে সংবাদ প্রকাশের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে নওশীন বলেন, কোন পত্রিকার সঙ্গে আমার এ বিষয়ে কোন কথা হয়নি। সম্পর্কের কথা স্বীকার করা তো দূরে থাক। আমি আগামী ছয় মাসের মধ্যে ব্যক্তিগত কোন বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করতে চাই না। শুধু কাজ নিয়ে থাকতে চাই।”
একই প্রসঙ্গে প্রসঙ্গে হিল্লোলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,এসব ভিত্তিহীন ফালতু বিষয় নিয়ে আমি পত্রিকাওয়ালাদের সঙ্গে কোন কথা বলতে চাই না । সাংবাদিকেরা নিজেরাই এসব গুজব ছড়ায়, আবার তাতে আমাদের নামে মনগড়া কমেন্টস জুড়ে দেয়। এই বিষয়ে যদি কোথাও আমার মতামত পেয়ে থাকেন বুঝবেন ,সেটা বানোয়াট। কারণ আমি কাউকে কোন স্টেটমেন্ট দেইনি। সম্পর্ক নিয়ে লুকোচুরির কিছু নেই। আর কেনই বা আমি একটা সম্পর্ক পুরোপুরি শেষ না হতেই আরেকটার সাথে জড়াতে যাব। তবে নিজের জীবন নিয়ে ভবিষ্যতে যদি ভাবতেই হয় তাহলে সেটা এখনও দেরি আছে।
মিডিয়ার সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের ঘটনা জানার আগ্রহ থাকে ভক্তদের। বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে পাঠক তা জানতে পারে। সাংবাদিকরা নানা সূত্র থেকে নিশ্চিত হয়েই এধরনের নিউজ করে থাকেন। কিন্তু সেলিব্রিটিরা শুরুতে তা অস্বীকার করলেও পরে তা সত্য প্রমানিত হয়।আসলে ক্যারিয়ারে বিরুপ প্রভাব ফেলতে পারে এমন প্রচারনা থেকে দুরে থাকতে সেলিব্রিটিরা সবসময়ই নিজেদের ব্যক্তিজীবনকে আড়ালে রাখার চেষ্টা করে যান। সাময়িকভাবে হয়তো পারেনও। কিন্তু যা রটে তার তো কিছুটা বটেই! পরে সেটাই প্রমাণিত হয়।

একাধিক পত্রিকায় তাদের সম্পর্ক ও বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে সংবাদ প্রকাশের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে নওশীন বলেন, কোন পত্রিকার সঙ্গে আমার এ বিষয়ে কোন কথা হয়নি। সম্পর্কের কথা স্বীকার করা তো দূরে থাক। আমি আগামী ছয় মাসের মধ্যে ব্যক্তিগত কোন বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করতে চাই না। শুধু কাজ নিয়ে থাকতে চাই।”
একই প্রসঙ্গে প্রসঙ্গে হিল্লোলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,এসব ভিত্তিহীন ফালতু বিষয় নিয়ে আমি পত্রিকাওয়ালাদের সঙ্গে কোন কথা বলতে চাই না । সাংবাদিকেরা নিজেরাই এসব গুজব ছড়ায়, আবার তাতে আমাদের নামে মনগড়া কমেন্টস জুড়ে দেয়। এই বিষয়ে যদি কোথাও আমার মতামত পেয়ে থাকেন বুঝবেন ,সেটা বানোয়াট। কারণ আমি কাউকে কোন স্টেটমেন্ট দেইনি। সম্পর্ক নিয়ে লুকোচুরির কিছু নেই। আর কেনই বা আমি একটা সম্পর্ক পুরোপুরি শেষ না হতেই আরেকটার সাথে জড়াতে যাব। তবে নিজের জীবন নিয়ে ভবিষ্যতে যদি ভাবতেই হয় তাহলে সেটা এখনও দেরি আছে।
মিডিয়ার সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের ঘটনা জানার আগ্রহ থাকে ভক্তদের। বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে পাঠক তা জানতে পারে। সাংবাদিকরা নানা সূত্র থেকে নিশ্চিত হয়েই এধরনের নিউজ করে থাকেন। কিন্তু সেলিব্রিটিরা শুরুতে তা অস্বীকার করলেও পরে তা সত্য প্রমানিত হয়।আসলে ক্যারিয়ারে বিরুপ প্রভাব ফেলতে পারে এমন প্রচারনা থেকে দুরে থাকতে সেলিব্রিটিরা সবসময়ই নিজেদের ব্যক্তিজীবনকে আড়ালে রাখার চেষ্টা করে যান। সাময়িকভাবে হয়তো পারেনও। কিন্তু যা রটে তার তো কিছুটা বটেই! পরে সেটাই প্রমাণিত হয়।
>>সততা মানবিক -এর ব্লগ থেকে
No comments