ইরাকে হামলায় নিহত ৬৬
ইরাকের বেশ কয়েকটি শহরে গতকাল সোমবার বোমা হামলায় কমপক্ষে ৬৬ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু, নারী, পুলিশ সদস্যও রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।
সবচেয়েভয়াবহ হামলাটি হয় রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুত শহরে। নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল আটটার দিকে শহরটির কেন্দ্রে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। এর মিনিট খানেক পর পাশেই আরেকটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। ওয়াসিত প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ধিয়াউদ্দিন জলিল বলেন, হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ৬৮ জনেরও বেশি আহত হয়েছে।
কারামা হাসপাতালে চিকি ৎ সাধীন ২৬ বছর বয়সী দোকানি সাদুন মুফতিন বলেন, ‘আমি প্রতিদিনের মতো বাজারে আমার দোকানে যাচ্ছিলাম, হঠা ৎ অনুভব করলাম আমাকে মাটিতে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এরপর ক্ষতবিক্ষত অবস্থায় নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পাই।’
পুলিশ জানায়, গতকাল বাগদাদ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে দিয়ালা প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়।
সবচেয়েভয়াবহ হামলাটি হয় রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুত শহরে। নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল আটটার দিকে শহরটির কেন্দ্রে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। এর মিনিট খানেক পর পাশেই আরেকটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। ওয়াসিত প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ধিয়াউদ্দিন জলিল বলেন, হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ৬৮ জনেরও বেশি আহত হয়েছে।
কারামা হাসপাতালে চিকি ৎ সাধীন ২৬ বছর বয়সী দোকানি সাদুন মুফতিন বলেন, ‘আমি প্রতিদিনের মতো বাজারে আমার দোকানে যাচ্ছিলাম, হঠা ৎ অনুভব করলাম আমাকে মাটিতে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এরপর ক্ষতবিক্ষত অবস্থায় নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পাই।’
পুলিশ জানায়, গতকাল বাগদাদ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে দিয়ালা প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়।
No comments