ফ্যাব্রিগাসকে সস্তায় পেয়েছে বার্সা!
ফ্যাব্রিগাসকে ফিরিয়ে আনতে বার্সেলোনাকে কম চেষ্টা করতে হয়নি। গত মৌসুম থেকেই একের পর এক প্রস্তাব পাঠিয়েছে। মনঃপূত না হওয়ায় সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে আর্সেনাল। শেষ পর্যন্ত আর্সেনালের চাওয়া পূরণ করেই ঘরের ছেলেকে ঘরে তুলেছে বার্সেলোনা। চুক্তি অনুযায়ী বার্সা দুই কোটি ৯০ লাখ পাউন্ড দেবে ইংলিশ ক্লাবটিকে। ফ্যাব্রিগাস বার্সেলোনায় সফল হলে অঙ্কটা বেড়ে হতে পারে তিন কোটি ৫০ লাখ পাউন্ড। আর্সেন ওয়েঙ্গার বলছেন, ফ্যাব্রিগাসকে সস্তায়ই পেয়েছে বার্সেলোনা।
আর্সেনাল কোচের দাবির পেছনে যুক্তি আছে। ফ্যাব্রিগাস বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে যেতে চাননি। কিন্তু ওয়েঙ্গার জানেন, অন্য কোনো ক্লাবকে নিলামে যুক্ত করতে পারলে চাহিদার অঙ্কটা আরও বড় হতো। ওয়েঙ্গারই বলছেন, ‘আমরা সেসকে কম মূল্যে বিক্রি করেছি। যদি সে অন্য যেকোনো ক্লাবে যেতে চাইত, আরও বড় অঙ্কের টাকা পেতাম। কিন্তু সে শুধুই বার্সেলোনায় যেতে চেয়েছে।’
এদিকে ফ্যাব্রিগাসের বার্সেলোনায় আসার ফায়দা লুটতে পারে ইতালিয়ান ক্লাব এস রোমা। ফ্যাব্রিগাস আসায় স্বাভাবিকভাবেই বার্সেলোনার একাদশে তরুণ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার জায়গাটা অনিশ্চিত হয়ে গেল। স্কাইয়ের খবর, রোমার কোচ লুইস এনরিক স্পেনের তরুণ মিডফিল্ডারের সঙ্গে ধারে খেলানোর চেষ্টা চালাতে পারেন। কারণ হেনরিক জানেন, আলকানতারা খেলোয়াড় হিসেবে দারুণ, বার্সেলোনার ‘বি’ দলে এই তরুণকে কোচিংও করিয়েছেন। আর আলকানতারাও সাবেক বার্সা সতীর্থ বোজান কিরকিচের সঙ্গে যোগ দিতে পারেন ইতালিতে। এক অর্থে সেটা হবে ফেরা। কারণ, ২০ বছর বয়সী আলকানতারার জন্ম ইতালিরই বারিতে।
আর্সেনাল কোচের দাবির পেছনে যুক্তি আছে। ফ্যাব্রিগাস বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে যেতে চাননি। কিন্তু ওয়েঙ্গার জানেন, অন্য কোনো ক্লাবকে নিলামে যুক্ত করতে পারলে চাহিদার অঙ্কটা আরও বড় হতো। ওয়েঙ্গারই বলছেন, ‘আমরা সেসকে কম মূল্যে বিক্রি করেছি। যদি সে অন্য যেকোনো ক্লাবে যেতে চাইত, আরও বড় অঙ্কের টাকা পেতাম। কিন্তু সে শুধুই বার্সেলোনায় যেতে চেয়েছে।’
এদিকে ফ্যাব্রিগাসের বার্সেলোনায় আসার ফায়দা লুটতে পারে ইতালিয়ান ক্লাব এস রোমা। ফ্যাব্রিগাস আসায় স্বাভাবিকভাবেই বার্সেলোনার একাদশে তরুণ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার জায়গাটা অনিশ্চিত হয়ে গেল। স্কাইয়ের খবর, রোমার কোচ লুইস এনরিক স্পেনের তরুণ মিডফিল্ডারের সঙ্গে ধারে খেলানোর চেষ্টা চালাতে পারেন। কারণ হেনরিক জানেন, আলকানতারা খেলোয়াড় হিসেবে দারুণ, বার্সেলোনার ‘বি’ দলে এই তরুণকে কোচিংও করিয়েছেন। আর আলকানতারাও সাবেক বার্সা সতীর্থ বোজান কিরকিচের সঙ্গে যোগ দিতে পারেন ইতালিতে। এক অর্থে সেটা হবে ফেরা। কারণ, ২০ বছর বয়সী আলকানতারার জন্ম ইতালিরই বারিতে।
No comments