সিঙ্গুরের ৪০ একর জমির মালিকদের সন্ধান মিলেছে
পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটাকে যে ৪০০ একর জমি ইজারা দেওয়ার বিরোধিতা করে এতকাল আন্দোলন চলছিল, তার মধ্যে মাত্র ৪০ একর জমির ৩১০ জন মালিকের সন্ধান মিলেছে।
নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে মূল ভূমিকা রেখেছে সিঙ্গুরের ওই আন্দোলন। মমতা বলে এসেছেন, সিঙ্গুরে টাটাকে ন্যানো গাড়ির কারখানার জন্য ইজারা দেওয়া ৯১০ একর জমির মধ্যে ৪০০ একর জমি মালিকেরা দিতে রাজি হননি। এমনকি তাঁরা জমির জন্য টাকাও নেননি।
সিঙ্গুরের যেসব কৃষক জমি দিতে অনিচ্ছুক ছিলেন, ক্ষমতায় এসে মমতা তাঁদের জমি ফিরিয়ে দিতে আইন তৈরি করেন। অধিগ্রহণ করেন টাটাকে ইজারা দেওয়া জমি। এ ছাড়া বিজ্ঞপ্তি জারি করে জমি ফেরত পেতে ইচ্ছুক কৃষকদের ২২ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদন করতে বলেন। এতে সাড়া দিয়ে দুই হাজার ২০০ জন কৃষক আবেদন করেন। তবে কাগজপত্র যাচাই করে মাত্র ৩১০ জন প্রকৃত দাবিদার খুঁজে পাওয়া গেছে। তাঁদের জমির পরিমাণ ৪০ একর।
রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানিয়েছে, জমিসংক্রান্ত আইনি জটিলতার কারণে ৫১ একর জমির মালিক তাঁদের ক্ষতিপূরণ নিতে পারেননি।
নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে মূল ভূমিকা রেখেছে সিঙ্গুরের ওই আন্দোলন। মমতা বলে এসেছেন, সিঙ্গুরে টাটাকে ন্যানো গাড়ির কারখানার জন্য ইজারা দেওয়া ৯১০ একর জমির মধ্যে ৪০০ একর জমি মালিকেরা দিতে রাজি হননি। এমনকি তাঁরা জমির জন্য টাকাও নেননি।
সিঙ্গুরের যেসব কৃষক জমি দিতে অনিচ্ছুক ছিলেন, ক্ষমতায় এসে মমতা তাঁদের জমি ফিরিয়ে দিতে আইন তৈরি করেন। অধিগ্রহণ করেন টাটাকে ইজারা দেওয়া জমি। এ ছাড়া বিজ্ঞপ্তি জারি করে জমি ফেরত পেতে ইচ্ছুক কৃষকদের ২২ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদন করতে বলেন। এতে সাড়া দিয়ে দুই হাজার ২০০ জন কৃষক আবেদন করেন। তবে কাগজপত্র যাচাই করে মাত্র ৩১০ জন প্রকৃত দাবিদার খুঁজে পাওয়া গেছে। তাঁদের জমির পরিমাণ ৪০ একর।
রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানিয়েছে, জমিসংক্রান্ত আইনি জটিলতার কারণে ৫১ একর জমির মালিক তাঁদের ক্ষতিপূরণ নিতে পারেননি।
No comments