সিরিয়ায় ব্যাপক গ্রেপ্তার অভিযান
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল বুধবার বন্দরনগর লাতাকিয়ার বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার অভিযান চালিয়েছেন। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। মানবাধিকারকর্মীরা এ কথা জানিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দক্ষিণাঞ্চলীয় রামেল নামক জায়গায় গ্রেপ্তার অভিযানে নিরাপত্তা বাহিনীর ৭০০ সদস্য অংশ নেন। এ সময় তালিকা ধরে লোকজনকে গ্রেপ্তার করা হয়।
মানবাধিকার সংগঠনটি বলেছে, বিক্ষোভকারী-অধ্যুষিত কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক গুলিবর্ষণও করা হয়েছে। ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়া গ্রামের একটি বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে।
রুকন এদ্দিন নামক এলাকায় অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় কয়েকজন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়। রাজধানী দামেস্কের শহরতলী এলাকায় রাতভর অভিযান চালিয়ে আরও অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজর শহরে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দক্ষিণাঞ্চলীয় রামেল নামক জায়গায় গ্রেপ্তার অভিযানে নিরাপত্তা বাহিনীর ৭০০ সদস্য অংশ নেন। এ সময় তালিকা ধরে লোকজনকে গ্রেপ্তার করা হয়।
মানবাধিকার সংগঠনটি বলেছে, বিক্ষোভকারী-অধ্যুষিত কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক গুলিবর্ষণও করা হয়েছে। ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়া গ্রামের একটি বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে।
রুকন এদ্দিন নামক এলাকায় অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় কয়েকজন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়। রাজধানী দামেস্কের শহরতলী এলাকায় রাতভর অভিযান চালিয়ে আরও অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজর শহরে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
No comments