ভারতে হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে।
বিকেলে বিচারপতির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন রাজ্যসভার সিপিএমের সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভারতের বিচারব্যবস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্যই এই প্রস্তাব আনা হয়েছে। বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ অভিযোগ ওঠার পর তা তদন্তে ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি মুকুল মুদগল এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান। তদন্ত কমিটি বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে।
১৯৯০ সালে মামলাভুক্ত একটি সম্পত্তি বিক্রির জন্য আদালত থেকে সৌমিত্র সেনকে রিসিভার নিয়োগ করা হয়। তখন তিনি আইনজীবী ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে ওই সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে
বিকেলে বিচারপতির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন রাজ্যসভার সিপিএমের সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভারতের বিচারব্যবস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্যই এই প্রস্তাব আনা হয়েছে। বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ অভিযোগ ওঠার পর তা তদন্তে ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি মুকুল মুদগল এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান। তদন্ত কমিটি বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে।
১৯৯০ সালে মামলাভুক্ত একটি সম্পত্তি বিক্রির জন্য আদালত থেকে সৌমিত্র সেনকে রিসিভার নিয়োগ করা হয়। তখন তিনি আইনজীবী ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে ওই সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে
No comments