স্টিলথ হেলিকপ্টার পরীক্ষায় চীনকে আমন্ত্রণ জানায় পাকিস্তান!
আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাসভবনে মার্কিন অভিযানকালে বিধ্বস্ত স্টিলথ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা করতে পাকিস্তানের গোয়েন্দারা সম্ভবত চীনের সেনা প্রকৌশলীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে গত রোববার এ কথা বলা হয়।
লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনে গত ২ মে যুক্তরাষ্ট্র অভিযান চালায়। এ সময় একটি মার্কিন স্টিলথ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল।
ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, ওই স্টিলথ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষার জন্য পাকিস্তানের গোয়েন্দারা চীনা প্রকৌশলীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। লাদেনের বাসভবনে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। মার্কিন ওই হামলায় ওসামা বিন লাদেন নিহত হন। লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনটি পাকিস্তানের সামরিক একাডেমির কাছেই অবস্থিত।
লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনে গত ২ মে যুক্তরাষ্ট্র অভিযান চালায়। এ সময় একটি মার্কিন স্টিলথ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল।
ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, ওই স্টিলথ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষার জন্য পাকিস্তানের গোয়েন্দারা চীনা প্রকৌশলীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। লাদেনের বাসভবনে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। মার্কিন ওই হামলায় ওসামা বিন লাদেন নিহত হন। লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনটি পাকিস্তানের সামরিক একাডেমির কাছেই অবস্থিত।
No comments