অস্ট্রেলীয় ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার
এক কিশোরীর গলায় নকল বোমা বেঁধে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এসডব্লিওএটি দল পল ডউগ পিটারস নামের এক অস্ট্রেলীয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সিডনি পুলিশ গতকাল মঙ্গলবার এ কথা জানায়। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিডনিতে নিউ সাউথ ওয়েলসের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ডেভ হাডসন সাংবাদিকদের জানান, চলতি মাসের গোড়ার দিকে ধনাঢ্য পরিবারের সন্তান মাডেলেইন পালভার (১৮) নামের এক কিশোরীর গলায় ওই নকল বোমাটি বেঁধে দেওয়া হয়েছিল। মেয়েটির পরিবার সিডনির উপশহর মোসমান এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে বাস করে। ওই বাড়িতে মুখোশধারী এক ব্যক্তি রহস্যজনকভাবে ঢোকে, পরে মেয়েটির গলায় ওই নকল ডিভাইসটি বেঁধে দেয়। এতে ১০ ঘণ্টার মতো সময় কিশোরীটি আতঙ্কে ছিল।
হাডসন জানান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই পিটারসের ব্যবসা আছে। কাণ্ডটি ঘটার পাঁচ দিনের মাথায় গত ৮ আগস্ট তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তবে এ রকম একটি কাণ্ড কেন করা হলো তার কারণ খতিয়ে দেখা হচ্ছে
সিডনিতে নিউ সাউথ ওয়েলসের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ডেভ হাডসন সাংবাদিকদের জানান, চলতি মাসের গোড়ার দিকে ধনাঢ্য পরিবারের সন্তান মাডেলেইন পালভার (১৮) নামের এক কিশোরীর গলায় ওই নকল বোমাটি বেঁধে দেওয়া হয়েছিল। মেয়েটির পরিবার সিডনির উপশহর মোসমান এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে বাস করে। ওই বাড়িতে মুখোশধারী এক ব্যক্তি রহস্যজনকভাবে ঢোকে, পরে মেয়েটির গলায় ওই নকল ডিভাইসটি বেঁধে দেয়। এতে ১০ ঘণ্টার মতো সময় কিশোরীটি আতঙ্কে ছিল।
হাডসন জানান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই পিটারসের ব্যবসা আছে। কাণ্ডটি ঘটার পাঁচ দিনের মাথায় গত ৮ আগস্ট তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তবে এ রকম একটি কাণ্ড কেন করা হলো তার কারণ খতিয়ে দেখা হচ্ছে
No comments