স্ত্রস-কানের বিরুদ্ধে মামলা করলেন সেই হোটেলকর্মী
ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে গত সোমবার মামলা করেছেন নিউইয়র্কের সেই নারী হোটেলকর্মী। এ হোটেলকর্মী স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন।
নাফিসাতৌ দিয়াল্লো নামের ওই নারী হোটেলকর্মীর আইনজীবী মামলার অভিযোগে বলেন, স্ত্রস-কান ইচ্ছাকৃতভাবে, নিষ্ঠুরভাবে ও প্রচণ্ডভাবে তাঁর মক্কেলকে হয়রানি করেছেন।
মামলায় দিয়াল্লোর শারীরিক, আবেগজনিত ও মানসিক ক্ষতিসহ তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনামের যে ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য নির্ধারণের জন্য শুনানির আবেদন জানানো হয়।
গত মে মাসে গ্রেপ্তারের কয়েক দিন পরই আইএমএফের প্রধানের পদ ছেড়ে দেন স্ত্রস-কান। তিনি তাঁর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রস-কান বর্তমানে জামিনে মুক্ত।
নাফিসাতৌ দিয়াল্লো নামের ওই নারী হোটেলকর্মীর আইনজীবী মামলার অভিযোগে বলেন, স্ত্রস-কান ইচ্ছাকৃতভাবে, নিষ্ঠুরভাবে ও প্রচণ্ডভাবে তাঁর মক্কেলকে হয়রানি করেছেন।
মামলায় দিয়াল্লোর শারীরিক, আবেগজনিত ও মানসিক ক্ষতিসহ তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনামের যে ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য নির্ধারণের জন্য শুনানির আবেদন জানানো হয়।
গত মে মাসে গ্রেপ্তারের কয়েক দিন পরই আইএমএফের প্রধানের পদ ছেড়ে দেন স্ত্রস-কান। তিনি তাঁর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রস-কান বর্তমানে জামিনে মুক্ত।
No comments