অ্যাসাঞ্জ আপিল করবেন আজ
আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য সুইডেনে পাঠাতে যুক্তরাজ্যের একটি আদালত যে নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আজ মঙ্গলবার আপিল করবেন তিনি।
৪০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সাংবাদিক লন্ডনের হাইকোর্টে এ আবেদন করবেন। আবেদনের ওপর দুই দিন শুনানি অনুষ্ঠিত হবে। অ্যাসাঞ্জ আশা করছেন, আদালত তাঁর সিদ্ধান্ত বদলাবেন।
অ্যাসাঞ্জের আইনজীবীরা আশঙ্কা করছেন, সুইডেনে তাঁদের মক্কেলের বিচার করা হলে তিনি ন্যায়বিচার না-ও পেতে পারেন। সেখানে তিনি তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে একজন বিচারক এ আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
দুজন সুইডিশ নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গত ডিসেম্বরে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়।
৪০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সাংবাদিক লন্ডনের হাইকোর্টে এ আবেদন করবেন। আবেদনের ওপর দুই দিন শুনানি অনুষ্ঠিত হবে। অ্যাসাঞ্জ আশা করছেন, আদালত তাঁর সিদ্ধান্ত বদলাবেন।
অ্যাসাঞ্জের আইনজীবীরা আশঙ্কা করছেন, সুইডেনে তাঁদের মক্কেলের বিচার করা হলে তিনি ন্যায়বিচার না-ও পেতে পারেন। সেখানে তিনি তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে একজন বিচারক এ আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
দুজন সুইডিশ নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গত ডিসেম্বরে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়।
No comments