সাইপ্রাসে নৌঘাঁটিতে বিস্ফোরণে ১২ জন নিহত, আহত ৩০
সাইপ্রাসের একটি নৌঘাঁটিতে গতকাল সোমবার বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম সিএনএ এ খবর জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানায়, দেশটির দক্ষিণে জিগি এলাকায় ইভানজেলস ফ্লোরাকিস নৌঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে। এতে পাঁচজন অগ্নিনির্বাপক, গ্রিক সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ডের চার সদস্য, দুজন সেনাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়।
বেসরকারি একটি বেতারকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও বিস্ফোরণে হতাহতের কথা স্বীকার করেছেন। বেতারটি জানায়, ২০০৯ সালে বাজেয়াপ্ত করা কিছু ইরানি অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটে।
সংবাদ সংস্থাটি জানায়, দেশটির দক্ষিণে জিগি এলাকায় ইভানজেলস ফ্লোরাকিস নৌঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে। এতে পাঁচজন অগ্নিনির্বাপক, গ্রিক সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ডের চার সদস্য, দুজন সেনাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়।
বেসরকারি একটি বেতারকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও বিস্ফোরণে হতাহতের কথা স্বীকার করেছেন। বেতারটি জানায়, ২০০৯ সালে বাজেয়াপ্ত করা কিছু ইরানি অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটে।
No comments