মন্ত্রিসভায় রদবদল নিয়ে মনমোহন ও সোনিয়ার বৈঠক
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মধ্যে বৈঠক হয়েছে। চলতি সপ্তাহেই এ রদবদল হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভার পরিবর্তন নিয়ে সাম্প্রতিক সময়ে দুই নেতার মধ্যে এটি চতুর্থ বৈঠক।
কেন্দ্রীয় মন্ত্রিসভার মাঝামাঝি পর্যায়ে এ রদবদল হতে পারে। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে মন্ত্রিসভায় ঠাঁই নেওয়া ১০ থেকে ১২ জন এ পরিবর্তনের তালিকায় পড়তে পারেন।
একাধিক সূত্র জানায়, লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। আরও যাঁদের সম্পর্কে গুঞ্জন চলছে, তাঁদের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী এস এস পালানিমনিকামকে পদোন্নতি দেওয়া হতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার মাঝামাঝি পর্যায়ে এ রদবদল হতে পারে। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে মন্ত্রিসভায় ঠাঁই নেওয়া ১০ থেকে ১২ জন এ পরিবর্তনের তালিকায় পড়তে পারেন।
একাধিক সূত্র জানায়, লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। আরও যাঁদের সম্পর্কে গুঞ্জন চলছে, তাঁদের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী এস এস পালানিমনিকামকে পদোন্নতি দেওয়া হতে পারে।
No comments