রাশিয়ায় নৌযানডুবি ১২ জনের প্রাণহানি
রাশিয়ার মধ্যাঞ্চলে ভলগা নদীতে গত রোববার ঝড়ের কবলে পড়ে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌযান ডুবে গেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা কম।
রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার পূর্বে তাতারস্তানের সাইয়ুকিয়েভো গ্রামের উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ভলগা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আশপাশের নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ৮০ জনের মতো যাত্রীকে উদ্ধার করে। কিন্তু শতাধিক যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডুবুরিরা জানান, দুর্ঘটনাকবলিত নৌযানে তাঁরা অনেক লাশ দেখেছেন।
তদন্ত কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটি, খারাপ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কাজান থেকে যাত্রা শুরুর প্রাক্কালেই এ ত্রুটি ধরা পড়ে। কিন্তু তা মেরামত না করেই নৌযানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তাঁরা বলেন, ১৪০ জন যাত্রীর ধারণ ক্ষমতাসম্পন্ন এ নৌযানে প্রায় ২০০ যাত্রী ওঠানো হয়েছিল।
বিমান দুর্ঘটনা: ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান গতকাল সোমবার নদীতে জরুরি অবতরণ করেছে। এতে পাঁচজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার পূর্বে তাতারস্তানের সাইয়ুকিয়েভো গ্রামের উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ভলগা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আশপাশের নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ৮০ জনের মতো যাত্রীকে উদ্ধার করে। কিন্তু শতাধিক যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডুবুরিরা জানান, দুর্ঘটনাকবলিত নৌযানে তাঁরা অনেক লাশ দেখেছেন।
তদন্ত কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটি, খারাপ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কাজান থেকে যাত্রা শুরুর প্রাক্কালেই এ ত্রুটি ধরা পড়ে। কিন্তু তা মেরামত না করেই নৌযানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তাঁরা বলেন, ১৪০ জন যাত্রীর ধারণ ক্ষমতাসম্পন্ন এ নৌযানে প্রায় ২০০ যাত্রী ওঠানো হয়েছিল।
বিমান দুর্ঘটনা: ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান গতকাল সোমবার নদীতে জরুরি অবতরণ করেছে। এতে পাঁচজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
No comments