সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পাতেক গ্রেপ্তার
২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলা ঘটনার সন্দেভাজন মূল পরিকল্পনাকারী ওমর পাতেককে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলায় আল-কায়েদা ও তার দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগীরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ওমর পাতেককে গ্রেপ্তারে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করেছিলেন, ‘ছোট ওমর’ নামে পরিচিত জাভানিজ-আরব বংশোদ্ভূত ওমর পাতেক ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে রয়েছেন। পাকিস্তানে ওমর পাতেক গ্রেপ্তার হওয়ায় ধারণা করা হচ্ছে, আল-কায়েদাসহ দেশটির অন্য জঙ্গি সংগঠন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গিদের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায়ও পাতেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব দেশে তিনি জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মিন্দানাওকে তিনি লুকিয়ে থাকার নিরাপদ আস্তানা হিসেবে বেছে নেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করেছিলেন, ‘ছোট ওমর’ নামে পরিচিত জাভানিজ-আরব বংশোদ্ভূত ওমর পাতেক ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে রয়েছেন। পাকিস্তানে ওমর পাতেক গ্রেপ্তার হওয়ায় ধারণা করা হচ্ছে, আল-কায়েদাসহ দেশটির অন্য জঙ্গি সংগঠন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গিদের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায়ও পাতেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব দেশে তিনি জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মিন্দানাওকে তিনি লুকিয়ে থাকার নিরাপদ আস্তানা হিসেবে বেছে নেন।
No comments