ভারতের জনসংখ্যা এখন ১২১ কোটি
ভারতের জনসংখ্যা এখন ১২১ কোটি দুই লাখ। দেশটির ১৫তম জাতীয় আদমশুমারি-২০১১-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার সি চন্দ্রমৌলি রাজধানী দিল্লিতে এই প্রতিবেদন পেশ করেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে দেশটির জনসংখ্যা বেড়েছে ১৮ কোটি। বৃদ্ধির হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। ২০০১ সালের আদমশুমারিতে এ হার ছিল ২১ দশমিক ১৫ শতাংশ। বর্তমান জনসংখ্যার মধ্যে ৬২ কোটি ৩৭ লাখ পুরুষ এবং ৫৮ কোটি ৬৫ লাখ নারী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তর প্রদেশ রাজ্যে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি দিল্লির উত্তর-পূর্বের জেলাগুলোতে। সেখানে প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৩৭ হাজার ৩৪৬ জন। আর সবচেয়ে কম অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায়। সেখানে প্রতি বর্গকিলোমিটারে একজন করে বাস করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান জনসংখ্যা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান ও বাংলাদেশের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি।
প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে দেশটির জনসংখ্যা বেড়েছে ১৮ কোটি। বৃদ্ধির হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। ২০০১ সালের আদমশুমারিতে এ হার ছিল ২১ দশমিক ১৫ শতাংশ। বর্তমান জনসংখ্যার মধ্যে ৬২ কোটি ৩৭ লাখ পুরুষ এবং ৫৮ কোটি ৬৫ লাখ নারী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তর প্রদেশ রাজ্যে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি দিল্লির উত্তর-পূর্বের জেলাগুলোতে। সেখানে প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৩৭ হাজার ৩৪৬ জন। আর সবচেয়ে কম অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায়। সেখানে প্রতি বর্গকিলোমিটারে একজন করে বাস করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান জনসংখ্যা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান ও বাংলাদেশের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি।
No comments