বড় মুক্তার নিলাম এবার দুবাইয়ে
বিশ্বের অন্যতম বড় একটি মুক্তাকে নিলামে তোলা হচ্ছে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’স এ আয়োজন করছে। নিলাম হবে আগামী ২০ এপ্রিল দুবাইয়ে। এ নিলামকে সামনে রেখে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে মুক্তারাজি, হীরা, রত্ন ও সোনার অলংকারাদির পসরা সাজানো হয়েছে। চলছে এ সবের প্রদর্শনী।
ক্রিস্টি’স ২০০৬ সাল থেকে মধ্যপ্রাচ্যে হীরা, মুক্তা ও রত্নসামগ্রীসহ মূল্যবান অলংকারের নিলামের আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, গত বছর এ অঞ্চলে পাঁচ কোটি ১০ লাখ ডলারের অলংকার বিক্রি হয়েছে। একই বছর সারা বিশ্বে তাঁদের বিক্রির পরিমাণ ছিল ৫০০ কোটি ডলার।
ক্রিস্টি’স-এর মধ্যপ্রাচ্যের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেহা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে ২০০৯ সালে তাঁদের প্রতিষ্ঠানের মুক্তাসহ অন্যান্য অলংকারসামগ্রী বিক্রিতে কিছু ভাটা পড়ে। তবে পরের বছর আবার চাকা ঘুরতে থাকে।
ক্রিস্টি’স ২০০৬ সাল থেকে মধ্যপ্রাচ্যে হীরা, মুক্তা ও রত্নসামগ্রীসহ মূল্যবান অলংকারের নিলামের আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, গত বছর এ অঞ্চলে পাঁচ কোটি ১০ লাখ ডলারের অলংকার বিক্রি হয়েছে। একই বছর সারা বিশ্বে তাঁদের বিক্রির পরিমাণ ছিল ৫০০ কোটি ডলার।
ক্রিস্টি’স-এর মধ্যপ্রাচ্যের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেহা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে ২০০৯ সালে তাঁদের প্রতিষ্ঠানের মুক্তাসহ অন্যান্য অলংকারসামগ্রী বিক্রিতে কিছু ভাটা পড়ে। তবে পরের বছর আবার চাকা ঘুরতে থাকে।
No comments