গুয়াতেমালার মাদক সম্রাট হুয়ান লোপেজ গ্রেপ্তার
গুয়াতেমালার পলাতক আসামি মাদকসম্রাট হুয়ান অরতিজ লোপেজ ধরা পড়েছেন। মার্কিন ও গুয়াতেমালার গোয়েন্দারা যৌথ চেষ্টায় গত বুধবার তাঁকে আটক করে।
গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মেনোকাল এক সংবাদ সম্মেলনে জানান, কুইতজালতেনাগো শহরের একটি বাড়ি থেকে দুজন সঙ্গীসহ এ মাদকসম্রাটকে আটক করা হয়। লোপেজকে আটক করতে সেনা ও পুলিশ বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে। তাঁর বিরুদ্ধে গুয়াতেমালা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগ রয়েছে। ফ্লোরিডায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে সরকার।
আটকের পর হুয়ান অরতিজকে গুয়াতেমালার আদালতে পাঠানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারের জন্য অরতিজকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে।
গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মেনোকাল এক সংবাদ সম্মেলনে জানান, কুইতজালতেনাগো শহরের একটি বাড়ি থেকে দুজন সঙ্গীসহ এ মাদকসম্রাটকে আটক করা হয়। লোপেজকে আটক করতে সেনা ও পুলিশ বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে। তাঁর বিরুদ্ধে গুয়াতেমালা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগ রয়েছে। ফ্লোরিডায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে সরকার।
আটকের পর হুয়ান অরতিজকে গুয়াতেমালার আদালতে পাঠানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারের জন্য অরতিজকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে।
No comments