জনমত জরিপে কংগ্রেস তৃণমূল জোট এগিয়ে
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যমের করা জনমত জরিপে এগিয়ে রয়েছে কংগ্রেস-তৃণমূল জোট।
গত বুধবার কলকাতার বাংলা টিভি চ্যানেল মহুয়া বাংলার এক জনমত জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, এ নির্বাচনে তৃণমূল জোট ১৯১টি আসন পেতে পারে। তবে এই জোট দুই-তৃতীয়াংশ আসনে জিততে পারবে না। এককভাবে তৃণমূল পেতে পারে ১৫৬টি আসন। এ ছাড়া কংগ্রেস ৩৩টি, এসইউসিআই দুটি ও গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে তিনটি আসন। আর বামফ্রন্ট পেতে পারে ৯৬টি আসন। এর মধ্যে সিপিএম ৭২, ফরোয়ার্ড ব্লক ১২, আরএসপি নয়টি এবং সিপিআই তিনটি আসন পেতে পারে।
এতে আরও বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে রায় দিয়েছেন ৫০ শতাংশ ভোটার। আর বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে রায় দিয়েছেন ৪১ শতাংশ ভোটার। ৩৬ হাজার ৪০০ ভোটার এ জনমত জরিপে অংশ নেন।
সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার করা এক সমীক্ষায়ও এগিয়ে রয়েছে কংগ্রেস-তৃণমূল জোট। ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস-তৃণমূল জোট ১৮০ থেকে ২০০টি আসন পেতে পারে।
আগামী ১৮ এপ্রিল থেকে ছয় পর্বে শুরু হচ্ছে এই নির্বাচন।
গত বুধবার কলকাতার বাংলা টিভি চ্যানেল মহুয়া বাংলার এক জনমত জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, এ নির্বাচনে তৃণমূল জোট ১৯১টি আসন পেতে পারে। তবে এই জোট দুই-তৃতীয়াংশ আসনে জিততে পারবে না। এককভাবে তৃণমূল পেতে পারে ১৫৬টি আসন। এ ছাড়া কংগ্রেস ৩৩টি, এসইউসিআই দুটি ও গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে তিনটি আসন। আর বামফ্রন্ট পেতে পারে ৯৬টি আসন। এর মধ্যে সিপিএম ৭২, ফরোয়ার্ড ব্লক ১২, আরএসপি নয়টি এবং সিপিআই তিনটি আসন পেতে পারে।
এতে আরও বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে রায় দিয়েছেন ৫০ শতাংশ ভোটার। আর বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে রায় দিয়েছেন ৪১ শতাংশ ভোটার। ৩৬ হাজার ৪০০ ভোটার এ জনমত জরিপে অংশ নেন।
সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার করা এক সমীক্ষায়ও এগিয়ে রয়েছে কংগ্রেস-তৃণমূল জোট। ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস-তৃণমূল জোট ১৮০ থেকে ২০০টি আসন পেতে পারে।
আগামী ১৮ এপ্রিল থেকে ছয় পর্বে শুরু হচ্ছে এই নির্বাচন।
No comments