যুক্তরাজ্যে সাবেক এমপির ১৬ মাসের কারাদণ্ড
যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক এমপি জিম ডিভাইনকে (৫৭) ব্যয়ের ভুয়া হিসাব দাখিলের দায়ে ১৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জন সনডার্স এ রায় দেন। যুক্তরাজ্যে ব্যয় নিয়ে কেলেঙ্কারির মামলায় সাবেক রাজনীতিবিদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশের তৃতীয় ঘটনা এটি। ব্যয়ের ভুয়া হিসাব দেখানোর ঘটনায় ডিভাইনের কঠোর সমালোচনা করেন আদালত।
বিচারক জন সনডার্স বলেন, ডিভাইন তাঁর পরিকল্পনা মতো ব্যয়ের ভুয়া হিসাব দাখিল করেন। এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর এবং তাঁর দেওয়া হিসাব খতিয়ে দেখার সময়ও তিনি ব্যয়ের ব্যাপারে অর্থ দাবি করতে থাকেন।
গত মাসে জিম ডিভাইনের এই অপরাধ ধরা পড়ে। সে সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ছাপার ব্যয় বাবদ আট হাজার ৩৮৫ ইউরোর ভুয়া হিসাব জমা দেন।
বিচারক বলেন, এ অপরাধের ফলে আস্থাভাজন ব্যক্তি হিসেবে এমপির মর্যাদা চূড়ান্তভাবে ক্ষুণ্ন করা হয়েছে। এই অমর্যাদা শুধু তাঁকেই নয়, অন্যান্য এমপির ভাবমূর্তিতেও আঘাত হেনেছে। এতে পার্লামেন্টের সুনামের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিচারক জন সনডার্স বলেন, ডিভাইন তাঁর পরিকল্পনা মতো ব্যয়ের ভুয়া হিসাব দাখিল করেন। এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর এবং তাঁর দেওয়া হিসাব খতিয়ে দেখার সময়ও তিনি ব্যয়ের ব্যাপারে অর্থ দাবি করতে থাকেন।
গত মাসে জিম ডিভাইনের এই অপরাধ ধরা পড়ে। সে সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ছাপার ব্যয় বাবদ আট হাজার ৩৮৫ ইউরোর ভুয়া হিসাব জমা দেন।
বিচারক বলেন, এ অপরাধের ফলে আস্থাভাজন ব্যক্তি হিসেবে এমপির মর্যাদা চূড়ান্তভাবে ক্ষুণ্ন করা হয়েছে। এই অমর্যাদা শুধু তাঁকেই নয়, অন্যান্য এমপির ভাবমূর্তিতেও আঘাত হেনেছে। এতে পার্লামেন্টের সুনামের ব্যাপক ক্ষতি হয়েছে।
No comments