লিবিয়া-সংকটের সামরিক সমাধান সম্ভব নয়: জার্মানি
চীনে সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিদু ওয়েস্টা ভেলে গতকাল শুক্রবার বেইজিংয়ে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত লিবিয়া পরিস্থিতির সামরিক সমাধান সম্ভব নয়। তিনি তেলসমৃদ্ধ এই দেশের রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াংজাইচির সঙ্গে বেইজিংয়ে বৈঠকের পর গুইডো ওয়েস্টার এ কথা বলেন।
গিদু ওয়েস্টা লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানান। বেইজিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘লিবিয়া সমস্যার সমাধান কেবল রাজনৈতিকভাবেই হতে পারে। আমাদের অবশ্যই এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।’ তিনি বলেন, শান্তি প্রক্রিয়া শুরু করতে অবশ্যই গাদ্দাফিকে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।
গিদু ওয়েস্টা লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানান। বেইজিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘লিবিয়া সমস্যার সমাধান কেবল রাজনৈতিকভাবেই হতে পারে। আমাদের অবশ্যই এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।’ তিনি বলেন, শান্তি প্রক্রিয়া শুরু করতে অবশ্যই গাদ্দাফিকে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।
No comments