ভারতে পরমাণু প্রকল্প বন্ধের আহ্বান শীর্ষ বিজ্ঞানীর
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞানী পি. বালারাম দেশটির ভবিষ্যৎ সব পরমাণু প্রকল্প বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। পি. বালারাম ভারতের বিজ্ঞান পরিষদের পরিচালক ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তিনি সরকারের কাছে লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানান।
ভারতের সংবাদমাধ্যমগুলোতে গতকাল শুক্রবার এ চিঠির সারাংশ প্রকাশিত হয়েছে। চিঠিতে জাপানের ঘটনাকে ভারতের জন্য সতর্কবাণী উল্লেখ করে দেশটির বর্তমান পরমাণুনীতি গভীরভাবে পুনর্মূল্যায়ন করার আহ্বান জানানো হয়েছে।
এ মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব পরমাণু প্রকল্প বন্ধ এবং সম্প্রতি যেসব পরমাণু প্রকল্পকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে ভারতের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে স্বতন্ত্র ও স্বচ্ছ নিরীক্ষা চালানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভারতের সংবাদমাধ্যমগুলোতে গতকাল শুক্রবার এ চিঠির সারাংশ প্রকাশিত হয়েছে। চিঠিতে জাপানের ঘটনাকে ভারতের জন্য সতর্কবাণী উল্লেখ করে দেশটির বর্তমান পরমাণুনীতি গভীরভাবে পুনর্মূল্যায়ন করার আহ্বান জানানো হয়েছে।
এ মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব পরমাণু প্রকল্প বন্ধ এবং সম্প্রতি যেসব পরমাণু প্রকল্পকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে ভারতের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে স্বতন্ত্র ও স্বচ্ছ নিরীক্ষা চালানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
No comments