আবিদজানের দখল নিয়ে বাগবো ও ওয়াতারা বাহিনীর তুমুল লড়াই
আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা বাগবো ও তাঁর প্রতিদ্বন্দ্বী আলাসেন ওয়াতারার অনুগত বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। প্রত্যক্ষদর্শী লোকজন গতকাল শুক্রবার জানিয়েছেন, আবিদজানে বাগবোর বাসভবনের কাছে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে।
ওয়াতারার মুখপাত্র প্যাট্রিক অ্যাচি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আবিদজানে বাগবোর বাসভবনে আমাদের বাহিনী হামলা চালিয়েছে। বাগবো বাসভবনের ভেতরে অবস্থান করছেন। তিনি কোথাও বের হতে পারছেন না। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’ অ্যাচি আরও জানান, গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াতারা বাহিনী। আবিদজানের বাসিন্দারা জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার গতকাল বন্ধ হয়ে গেছে।
ওয়াতারার অনুগত বাহিনী গত বৃহস্পতিবার আবিদজানে প্রবেশ করে। এরপর আবিদজানের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগবোর একজন সামরিক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই মুখপাত্র জানান, বাগবো বাহিনী এখনো রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে প্রতিরোধ বজায় রেখেছে।
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।
ওয়াতারার মুখপাত্র প্যাট্রিক অ্যাচি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আবিদজানে বাগবোর বাসভবনে আমাদের বাহিনী হামলা চালিয়েছে। বাগবো বাসভবনের ভেতরে অবস্থান করছেন। তিনি কোথাও বের হতে পারছেন না। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’ অ্যাচি আরও জানান, গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াতারা বাহিনী। আবিদজানের বাসিন্দারা জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার গতকাল বন্ধ হয়ে গেছে।
ওয়াতারার অনুগত বাহিনী গত বৃহস্পতিবার আবিদজানে প্রবেশ করে। এরপর আবিদজানের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগবোর একজন সামরিক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই মুখপাত্র জানান, বাগবো বাহিনী এখনো রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে প্রতিরোধ বজায় রেখেছে।
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।
No comments