ইরানি তিন কূটনীতিককে বহিষ্কার করেছে কুয়েত
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের তিনজন কূটনীতিককে বহিষ্কার করেছে কুয়েত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-সাবাহ গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
মোহাম্মদ আল-সাবাহ সাংবাদিকদের জানান, তেহরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করছে, এ ধরনের একটি চক্রের সঙ্গে যোগসাজশ থাকায় ওই কূটনীতিকদের বহিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, চক্রটি ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় থেকে গুপ্তচরবৃত্তি করে আসছে। তবে কুয়েতের ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান।
মোহাম্মদ আল-সাবাহ সাংবাদিকদের জানান, তেহরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করছে, এ ধরনের একটি চক্রের সঙ্গে যোগসাজশ থাকায় ওই কূটনীতিকদের বহিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, চক্রটি ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় থেকে গুপ্তচরবৃত্তি করে আসছে। তবে কুয়েতের ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান।
No comments