গোর্খা জনমুক্তি মোর্চা আট আসনে অন্যদের সমর্থন দেবে
কলকাতার পশ্চিমবঙ্গের বিচ্ছিন্নতাবাদী সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চা এবার আসন্ন বিধানসভা নির্বাচনে দার্জিলিং, শিলিগুড়ি ও ডুয়ার্সের ১২টি আসনের মধ্যে আটটি আসনে অন্যদের সমর্থন দেবে। গত বৃহস্পতিবার দার্জিলিংয়ে এক সাংবাদিক সম্মেলনে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রীমো বিমল গুরুং এ কথা জানান।
সুপ্রীমো বিমল গুরুং বলেন, দার্জিলিং, শিলিগুড়ি ও ডুয়ার্সের বিধানসভার ১২টি আসনের মধ্যে দার্জিলিংয়ের চারটি আসনে তাঁদের প্রার্থীরা লড়বেন। আর বাকি আটটি আসনের মধ্যে ছয়টি আসনে তাঁরা কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থীদের সমর্থন দেবেন। এ ছাড়া বিজেপি ও আদিবাসী বিকাশ পরিষদের প্রার্থীকে একটি করে আসনে সমর্থন দেবেন।
তৃণমূল-কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায় গতকাল শুক্রবার বলেন, এটা অনভিপ্রেত। তাঁরা জনমুক্তি মোর্চার সমর্থন চাননি।
বামফ্রন্ট বলেছে, গোর্খা জনমুক্তি মোর্চার এই ভূমিকা প্রমাণ করে, মমতার সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে।
সুপ্রীমো বিমল গুরুং বলেন, দার্জিলিং, শিলিগুড়ি ও ডুয়ার্সের বিধানসভার ১২টি আসনের মধ্যে দার্জিলিংয়ের চারটি আসনে তাঁদের প্রার্থীরা লড়বেন। আর বাকি আটটি আসনের মধ্যে ছয়টি আসনে তাঁরা কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থীদের সমর্থন দেবেন। এ ছাড়া বিজেপি ও আদিবাসী বিকাশ পরিষদের প্রার্থীকে একটি করে আসনে সমর্থন দেবেন।
তৃণমূল-কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায় গতকাল শুক্রবার বলেন, এটা অনভিপ্রেত। তাঁরা জনমুক্তি মোর্চার সমর্থন চাননি।
বামফ্রন্ট বলেছে, গোর্খা জনমুক্তি মোর্চার এই ভূমিকা প্রমাণ করে, মমতার সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে।
No comments