রানেই আছেন রাজিন
গত ম্যাচেই বরিশালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। কালও রান পেলেন রাজিন সালেহ। রানআউট হওয়ার আগে সিলেটের এই ব্যাটসম্যান করে গেছেন দলীয় সর্বোচ্চ ৫৫। তাঁর হাফ সেঞ্চুরির সুবাদে বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২০১ রান তুলেছে সিলেট।
ফতুল্লায় তৈয়বুরের হাফ সেঞ্চুরিতে (৫৫) রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ঢাকার রান ৮ উইকেটে ২৪৫। রাজশাহীর সানজামুল নিয়েছেন ৩টি উইকেট। চট্টগ্রামে দুই শ রানও পেরোতে পারেনি খুলনা। বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট খুলনা। সর্বোচ্চ ৭৮ রান এসেছে ছয় নম্বরে নামা নিজামউদ্দিনের ব্যাট থেকে।
ফতুল্লায় তৈয়বুরের হাফ সেঞ্চুরিতে (৫৫) রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ঢাকার রান ৮ উইকেটে ২৪৫। রাজশাহীর সানজামুল নিয়েছেন ৩টি উইকেট। চট্টগ্রামে দুই শ রানও পেরোতে পারেনি খুলনা। বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট খুলনা। সর্বোচ্চ ৭৮ রান এসেছে ছয় নম্বরে নামা নিজামউদ্দিনের ব্যাট থেকে।
No comments