মার্কিন কূটনীতিকের মুক্তি দাবি নাকচ করল পাকিস্তান
যুক্তরাষ্ট্র তাদের এক কূটনীতিককে মুক্তি দেওয়ার যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। লাহোরে এই কূটনীতিক পাকিস্তানের দুই যুবককে গুলি করে হত্যা করেন। এদিকে পাকিস্তান বলছে, তাদের দেশের আইন অনুসারে ব্যাপারটি মীমাংসা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, বিষয়টি ইতিমধ্যে আদালতে চলে গেছে। লাহোরে গত বৃহস্পতিবার গোলাগুলির যে ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পাঞ্জাব পুলিশ। কাজেই এ ব্যাপারে জনসম্মুখে কথা বলা ঠিক তবে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার গত শনিবার এ বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেন। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, বিষয়টি ইতিমধ্যে আদালতে চলে গেছে। লাহোরে গত বৃহস্পতিবার গোলাগুলির যে ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পাঞ্জাব পুলিশ। কাজেই এ ব্যাপারে জনসম্মুখে কথা বলা ঠিক তবে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার গত শনিবার এ বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেন। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
No comments