মিয়ানমারে পার্লামেন্টের অধিবেশন শুরু
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিয়ানমারের রাজধানী নেপিডোতে গতকাল সোমবার নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল আটটা ৫৫ মিনিটে এ অধিবেশন শুরু হয়। কর্মকর্তারা এ কথা জানান। নবনির্বাচিত ও মনোনীত এক হাজারেরও বেশি পার্লামেন্ট সদস্য এ অধিবেশনে যোগ দিচ্ছেন। অধিবেশনে কোনো বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
১৯৬২ সালে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এই প্রথম পার্লামেন্টের অধিবেশন বসল। তবে ক্ষমতাসীন জান্তা নিয়ন্ত্রিত এ পার্লামেন্ট অধিবেশন নিয়ে জনগণের মধ্যে খুব একটা উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না।
বিরোধীদলীয় নেত্রী সু চির অনুপস্থিতিতে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জান্তা সরকার বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচনের আগেই এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়। এ ছাড়া সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এক হাজার ১৫৪ আসনের মধ্যে ৮৮২টিতেই জয়লাভ করে।
১৯৬২ সালে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এই প্রথম পার্লামেন্টের অধিবেশন বসল। তবে ক্ষমতাসীন জান্তা নিয়ন্ত্রিত এ পার্লামেন্ট অধিবেশন নিয়ে জনগণের মধ্যে খুব একটা উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না।
বিরোধীদলীয় নেত্রী সু চির অনুপস্থিতিতে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জান্তা সরকার বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচনের আগেই এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়। এ ছাড়া সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এক হাজার ১৫৪ আসনের মধ্যে ৮৮২টিতেই জয়লাভ করে।
No comments