আবিদজানে সংঘর্ষে একজন নিহত
আইভরি কোস্টের আবিদজান শহরে গতকাল বুধবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট লঅন্ত বাগবোর অনুগত বাহিনী ও তাঁর প্রতিদ্বন্দ্বী আলাসেন ওয়েতাহার সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান।
গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। প্রেসিডেন্ট বাগবো ও তাঁর প্রতিদ্বন্দ্বী ওয়াতারা দুজনই নিজেদের বিজয়ী দাবি করেছেন।
আবোবো এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আদামা টোউরে বলেন, ‘রাত প্রায় দুইটা থেকে ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত। আমরা ঘুমাতে পারিনি।’
অপর প্রত্যক্ষদর্শী আবদুলায়ে সিসে বলেন, ‘আমি গুলির এত বিকট শব্দ আগে কখনো শুনিনি।’ তিনি একজন পুলিশের মৃতদেহ দেখেছেন।
গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। প্রেসিডেন্ট বাগবো ও তাঁর প্রতিদ্বন্দ্বী ওয়াতারা দুজনই নিজেদের বিজয়ী দাবি করেছেন।
আবোবো এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আদামা টোউরে বলেন, ‘রাত প্রায় দুইটা থেকে ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত। আমরা ঘুমাতে পারিনি।’
অপর প্রত্যক্ষদর্শী আবদুলায়ে সিসে বলেন, ‘আমি গুলির এত বিকট শব্দ আগে কখনো শুনিনি।’ তিনি একজন পুলিশের মৃতদেহ দেখেছেন।
No comments