উত্তর কোরিয়ার উসকানি বিপর্যয় ডেকে আনতে পারে
যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার দিক থেকে কোনো ধরনের উসকানি এলে তা ওই অঞ্চলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। গত বুধবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক ম্যুলেন উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
মাইক ম্যুলেন বলেন, উত্তর কোরিয়ার উসকানিতে কোরীয় উপদ্বীপ এলাকায় উত্তরোত্তর বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে চীন ও প্রতিবেশী অন্য দেশগুলোর ভূমিকা পালন করতে হবে। উত্তর কোরিয়ার উসকানিমূলক তৎপরতা রোধে চীনের বিরাট দায়িত্ব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
উত্তর কোরিয়া পরমাণু কার্যক্রম চালানোর পাশাপাশি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে উল্লেখ করে ম্যুলেন বলেন, ওই অঞ্চল এখন ‘ভয়ংকর সময়’ পার করছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সাং হাওয়ান দাবি করেছেন, বোমা বানানোর জন্যই উত্তর কোরিয়া পরমাণু কার্যক্রম চালাচ্ছে।
মাইক ম্যুলেন বলেন, উত্তর কোরিয়ার উসকানিতে কোরীয় উপদ্বীপ এলাকায় উত্তরোত্তর বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে চীন ও প্রতিবেশী অন্য দেশগুলোর ভূমিকা পালন করতে হবে। উত্তর কোরিয়ার উসকানিমূলক তৎপরতা রোধে চীনের বিরাট দায়িত্ব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
উত্তর কোরিয়া পরমাণু কার্যক্রম চালানোর পাশাপাশি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে উল্লেখ করে ম্যুলেন বলেন, ওই অঞ্চল এখন ‘ভয়ংকর সময়’ পার করছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সাং হাওয়ান দাবি করেছেন, বোমা বানানোর জন্যই উত্তর কোরিয়া পরমাণু কার্যক্রম চালাচ্ছে।
No comments