টেন্ডুলকারকে আউট করার পর...
হেনরি ওলোঙ্গার ঘটনাটা কি তাহলে জানা আছে লোনওয়াবো সতসোবের! প্রায় এক যুগ আগে শারজায় শচীন টেন্ডুলকারকে দারুণ এক শর্ট বলে আউট করার পর কিছু একটা বলেছিলেন ওলোঙ্গা। টেন্ডুলকার তা মনে রেখেছিলেন। পরের ম্যাচটাই ছিল ফাইনাল। টেন্ডুলকার যেভাবে ওলোঙ্গার ওপর চড়াও হয়েছিলেন, সেটাকে সোজা বাংলায় বলা যায়, ‘আজ তোর একদিন কি আমার একদিন!’ ফলাফল—টেন্ডুলকার ৯২ বলে অপরাজিত ১২৪, ওলোঙ্গা ৬ ওভারে ৫০।
সতসোবে ওলোঙ্গার পথে হাঁটার ভুল করেননি। গত পরশু ডারবানে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এই বাঁহাতি ফাস্ট বোলার। চার উইকেটের কোনটি সবচেয়ে উপভোগ করেছেন—এই প্রশ্নের জবাবে ‘অবশ্যই টেন্ডুলকারের উইকেট’ বলেই সতসোবে যোগ করেছেন, ‘আমি খুশি, তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এই লোককে আমি রাগাতে চাই না।’
পরশু ডারবানের ম্যাচে অবশ্য সতসোবেই জয়ী। ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়ার ১১ মাস পর আবার ওয়ানডে খেলতে নামা টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়েছেন মাত্র ৭ রানে। দক্ষিণ আফ্রিকাও জিতেছে ১৩৫ রানের বড় ব্যবধানে। ক্যারিয়ারের ‘তৃতীয় জন্মের’ পর থেকেই অবশ্য সময়টা ভালো কাটছে সতসোবের। ২০০৯ সালের জানুয়ারিতে অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পরও আরেকটি ওয়ানডে খেলতে অপেক্ষায় থাকতে হয়েছিল ১০ মাস। সে দফায় দুই ওয়ানডেতে ২ উইকেট নেওয়ার পর আবার বাদ। গত বছরের মাঝামাঝি থেকে অবশ্য নিয়মিত। গত পরশু খেললেন টানা ১২তম ওয়ানডে, এর মধ্যে মাত্র একটিতেই উইকেটশূন্য ছিলেন। গত পরশু ওয়ানডেতে ম্যাচসেরা হলেন দ্বিতীয়বারের মতো। এমন পারফরম্যান্স দেখেই বিদায়বেলায় মাখায় এনটিনি বলেছেন, ‘সতসোবের মাঝে উত্তরসূরি রেখে গেলাম।’
গোহারা হারার পর ভারত জবাব খুঁজছে অনেক প্রশ্নের। আবারও শর্ট বল ভুগিয়েছে তাদের, এমনিতে মিতব্যয়ী আশিস নেহরাও হয়েছেন তুলোধুনো। ‘আমরা স্রেফ উড়ে গেছি’ মেনে নিয়ে মহেন্দ্র সিং ধোনি আশা করছেন পিছিয়ে পড়ে ফিরে আসার গত কয়েক বছরের ধারা অনুসরণ করবে তাঁর দল। দ্বিতীয় ম্যাচ আগামীকাল, জোহানেসবার্গে।
সতসোবে ওলোঙ্গার পথে হাঁটার ভুল করেননি। গত পরশু ডারবানে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এই বাঁহাতি ফাস্ট বোলার। চার উইকেটের কোনটি সবচেয়ে উপভোগ করেছেন—এই প্রশ্নের জবাবে ‘অবশ্যই টেন্ডুলকারের উইকেট’ বলেই সতসোবে যোগ করেছেন, ‘আমি খুশি, তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এই লোককে আমি রাগাতে চাই না।’
পরশু ডারবানের ম্যাচে অবশ্য সতসোবেই জয়ী। ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়ার ১১ মাস পর আবার ওয়ানডে খেলতে নামা টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়েছেন মাত্র ৭ রানে। দক্ষিণ আফ্রিকাও জিতেছে ১৩৫ রানের বড় ব্যবধানে। ক্যারিয়ারের ‘তৃতীয় জন্মের’ পর থেকেই অবশ্য সময়টা ভালো কাটছে সতসোবের। ২০০৯ সালের জানুয়ারিতে অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পরও আরেকটি ওয়ানডে খেলতে অপেক্ষায় থাকতে হয়েছিল ১০ মাস। সে দফায় দুই ওয়ানডেতে ২ উইকেট নেওয়ার পর আবার বাদ। গত বছরের মাঝামাঝি থেকে অবশ্য নিয়মিত। গত পরশু খেললেন টানা ১২তম ওয়ানডে, এর মধ্যে মাত্র একটিতেই উইকেটশূন্য ছিলেন। গত পরশু ওয়ানডেতে ম্যাচসেরা হলেন দ্বিতীয়বারের মতো। এমন পারফরম্যান্স দেখেই বিদায়বেলায় মাখায় এনটিনি বলেছেন, ‘সতসোবের মাঝে উত্তরসূরি রেখে গেলাম।’
গোহারা হারার পর ভারত জবাব খুঁজছে অনেক প্রশ্নের। আবারও শর্ট বল ভুগিয়েছে তাদের, এমনিতে মিতব্যয়ী আশিস নেহরাও হয়েছেন তুলোধুনো। ‘আমরা স্রেফ উড়ে গেছি’ মেনে নিয়ে মহেন্দ্র সিং ধোনি আশা করছেন পিছিয়ে পড়ে ফিরে আসার গত কয়েক বছরের ধারা অনুসরণ করবে তাঁর দল। দ্বিতীয় ম্যাচ আগামীকাল, জোহানেসবার্গে।
No comments