শ্রীলঙ্কায় বন্যায় ১৮ জনের মৃত্যু
শ্রীলঙ্কায় কয়েক দিনের প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বন্যায় প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে সে দেশের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে বন্যাদুর্গত এলাকায় তাঁর সফর বাতিল করেছেন। সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানান।
শ্রীলঙ্কার মধ্য ও পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে। এ বৃষ্টির কারণে নদীগুলোর বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ভূমিধসের ঘটনা ঘটছে। বন্যায় কৃষিজমি প্লাবিত হয়ে শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের একজন মুখপাত্র বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। উদ্ধারকাজে সেনা মোতায়েন করা হয়েছে। তারা খাদ্য, পোশাক, বিছানাপত্র ও পানি বিতরণে সহায়তা করছে।
বন্যার কারণে খাদ্য সরবরাহের ক্ষেত্রেও বিঘ্ন ঘটছে। পাইকারি বাজারেও সবজির দাম দ্রুত বেড়ে যাচ্ছে।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দুলিপ ওয়াজেসেকারা বলেন, কিছু বন্যাদুর্গত এলাকায় পৌঁছতে তাঁদের খুব কষ্ট হচ্ছে।
সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ত্রাণ সংস্থাগুলো স্বাস্থ্যসম্মত জিনিসপত্র সরবরাহসহ জনগণকে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে।
শ্রীলঙ্কার মধ্য ও পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে। এ বৃষ্টির কারণে নদীগুলোর বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ভূমিধসের ঘটনা ঘটছে। বন্যায় কৃষিজমি প্লাবিত হয়ে শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের একজন মুখপাত্র বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। উদ্ধারকাজে সেনা মোতায়েন করা হয়েছে। তারা খাদ্য, পোশাক, বিছানাপত্র ও পানি বিতরণে সহায়তা করছে।
বন্যার কারণে খাদ্য সরবরাহের ক্ষেত্রেও বিঘ্ন ঘটছে। পাইকারি বাজারেও সবজির দাম দ্রুত বেড়ে যাচ্ছে।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দুলিপ ওয়াজেসেকারা বলেন, কিছু বন্যাদুর্গত এলাকায় পৌঁছতে তাঁদের খুব কষ্ট হচ্ছে।
সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ত্রাণ সংস্থাগুলো স্বাস্থ্যসম্মত জিনিসপত্র সরবরাহসহ জনগণকে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে।
No comments