‘দায়িত্ববান’ ছাত্রলীগ নেতা
সরকার চালায় সরকারি দল, সরকার পরিচালনার অনেক দায়িত্ব নিতে হয় দলকে। সরকারি দলের ছাত্রসংগঠনেরও অনেক দায়িত্ব থাকবে, সেটাই তো স্বাভাবিক! নেতারা দায়িত্ববান হলে তবেই না সংগঠন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে! সূর্য সেন হলে এমনই এক ‘দায়িত্বশীল’ নেতাকে পেয়েছে ছাত্রলীগ। হলের ছাত্রদের মধ্যে যাঁরা আদব-তমিজ জানেন না, তাঁদের তা শেখানোর দায়িত্ব নিয়েছেন তিনি। নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বিচার বসিয়েছেন, শাস্তি নির্ধারণ করেছেন, শাস্তি কার্যকরও করেছেন। ধন্য ছাত্রলীগ, ধন্য ছাত্রলীগের সূর্য সেন হল শাখার সভাপতি!হলের ছাত্ররা ‘বড় ভাইদের সালাম দেয় না, সম্মান করে না, প্রোগ্রামে আসে না’—এ অবস্থায় এটা করা ছাড়া একজন ‘দায়িত্ববান’ ছাত্রলীগ নেতার আর কী করার ছিল! ‘অভিযুক্ত’ ১০ থেকে ১২ জন ছাত্রকে হলের অতিথিকক্ষে নিয়ে ‘জেরা-শুনানি’ শেষে ‘দোষী’ প্রমাণিত হওয়ার পর অনুসারীদের দিয়ে ‘শাস্তি কার্যকর’ করেছেন। ‘দোষী’ ছাত্রদের ভাঙা চেয়ার-টেবিলের পায়া দিয়ে মারধর করা হয়েছে, দেয়ালে মাথা ঠোকা হয়েছে। এক ছাত্র আহত হয়েছেন গুরুতরভাবে। ‘শাস্তি ভোগ’ করার পর হল ছেড়েছেন কয়েকজন।ছাত্রলীগের সূর্য সেন হল শাখার এই ‘দায়িত্বশীল’ নেতার নাম সাইদ মজুমদার। হলটিতে শুধু কিছু ছাত্রের আদব-তমিজের সমস্যা আছে তা-ই নয়, সূর্য সেন হলে ‘অস্থিতিশীলতা সৃষ্টির’ পাঁয়তারাও করেছিল কিছু ছাত্র। সেই ছাত্রদেরও হল থেকে বের করে দিয়েছেন তিনি। হলে ‘স্থিতিশীলতা’ রক্ষার দায়িত্ব যদি ছাত্রলীগ সভাপতি না নেন, তবে আর কে নেবে! ছাত্রলীগ ও এর ‘দায়িত্বশীল’ নেতাদের বাইরে হল কর্তৃপক্ষ বলে একটি বিষয় আছে। কিন্তু অভিযোগ না পেলে যেহেতু তারা কিছুই করতে পারে না, তাই হলের ‘স্থিতিশীলতা’ রক্ষা বা ছাত্রদের আদব-তমিজ শেখানের দায়িত্ব সরকারি দলের ছাত্রসংগঠন ও এর নেতার ওপর এসে পড়েছে স্বাভাবিকভাবেই!
ছাত্রলীগের নেতা সাইদ মজুমদার এই যে এত কিছু করলেন, তা কার জন্য? নিশ্চয়ই তাঁর রাজনৈতিক আদর্শের সরকারি দল ও নিজ ছাত্রসংগঠনের স্বার্থে। আমাদের দেশে সাধারণত দায়িত্ববান নেতাদের মূল্যায়ন কম হয়। সূর্য সেন হলের এই ‘দায়িত্ববান’ নেতাকে সরকারি দল বা তার ছাত্রসংগঠন কীভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করে, সেটা এখন দেখার বিষয়।
ছাত্রলীগের নেতা সাইদ মজুমদার এই যে এত কিছু করলেন, তা কার জন্য? নিশ্চয়ই তাঁর রাজনৈতিক আদর্শের সরকারি দল ও নিজ ছাত্রসংগঠনের স্বার্থে। আমাদের দেশে সাধারণত দায়িত্ববান নেতাদের মূল্যায়ন কম হয়। সূর্য সেন হলের এই ‘দায়িত্ববান’ নেতাকে সরকারি দল বা তার ছাত্রসংগঠন কীভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করে, সেটা এখন দেখার বিষয়।
No comments