ওয়েলিংটন টেস্ট ড্র, সিরিজ পাকিস্তানের
পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটাকে দুই অধিনায়কের লড়াই বললে খুব একটা ভুল হবে না। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক প্রথম ইনিংসে মাত্র এক রানের জন্য মিস করেছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে খেলেছেন হার না মানা ৭০ রানের একটি ধৈর্যশীল ইনিংস। অন্যদিকে কিউই দলপতি ভেট্টরি দ্বিতীয় ইনিংসে মাত্র এক রানেই আউট হয়ে গেলেও প্রথম ইনিংসে খেলেছেন ১১০ রানের চমত্কার একটি ম্যাচ বাঁচানো ইনিংস। বল হাতেও দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। আর পুরো টেস্ট জুড়েই বোলার ভেট্টরি ও ব্যাটসম্যান মিসবাহর লড়াইটা ছিল উপভোগ করার মতো। শেষ পর্যন্ত দুই অধিনায়কের এই লড়াইয়ে মিসবাহই হেসেছেন শেষ হাসি। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টটা অমীমাংসিতভাবে শেষ হলেও প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের সুবাদে ১-০-তে সিরিজ জিতে নিয়েছে মিসবাহর পাকিস্তান।২৭৪ রানের টার্গেট নিয়ে আজ টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। আরেকটু দ্রুতগতিতে ব্যাট করলে হয়তো জয়টা পেয়েও যেতে পারত তারা। কিন্তু সিরিজ জয় নিশ্চিত দেখেই হয়তো কোনো ঝুঁকি নিতে চায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত ২২৬ রান সংগ্রহ করেই মাঠ ছেড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। জয় থেকে তখন তারা মাত্র ৪৮ রান দূরে ছিল। আজ পঞ্চম দিনের শুরুটা অবশ্য সুখকর হয়নি পাকিস্তানের। ১৩ ওভারের মধ্যে মাত্র ৪২ রানেই তারা হারিয়েছিল তিনটি উইকেট। ওপেনার তৌফিক উমর, সোউদির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন রানের খাতা না খুলেই। আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ (৩২) ও আজহার আলীকে (১০) ফিরিয়েছেন মার্টিন। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১৮ রানের পার্টনারশিপ গড়ে সেই ধাক্কা সামাল দেন মিসবাহ ও ইউনুস খান। ৮১ রান করে সোউদির বলে উইকেটের পেছনে ধরা পড়েন ইউনুস। মিসবাহ এবার জুটি বাঁধেন আসাদ শফিকের সঙ্গে। দীর্ঘক্ষণ উইকেটে থেকে এই জুটি পাকিস্তান স্কোরবোর্ডে যোগ করেন ৫৫ রান। ২৪ রান করে শফিক সাজঘরে ফিরে গেলেও শেষ পর্যন্ত ৭০ রান করে অপরাজিত ছিলেন মিসবাহ। ৭০ রানের এই ইনিংসটিতে তিনি খেলেছেন ২২৬ বল!
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩৫৬; ভেট্টরি ১১০
পাকিস্তান (প্রথম ইনিংস)- ৩৭৬; মিসবাহ উল হক ৯৯
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২৯৩; গুপ্তিল ৭৩
পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২২৬/৫
ইউনুস খান ৮১, মিসবাহ উল হক ৭০*
ক্রিস মার্টিন ২৪-৬-৬৩-২, টিম সোউদি- ১৫-২-৪৯-২
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩৫৬; ভেট্টরি ১১০
পাকিস্তান (প্রথম ইনিংস)- ৩৭৬; মিসবাহ উল হক ৯৯
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২৯৩; গুপ্তিল ৭৩
পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২২৬/৫
ইউনুস খান ৮১, মিসবাহ উল হক ৭০*
ক্রিস মার্টিন ২৪-৬-৬৩-২, টিম সোউদি- ১৫-২-৪৯-২
No comments