দুভালিয়েরকে বিচারের আওতায় আনা যাবে
হাইতির প্রধানমন্ত্রী জাঁ ম্যাক্স বেলিরিভ গত সোমবার বলেছেন যে সম্প্রতি দেশে ফেরত আসা সাবেক স্বৈরশাসক জাঁ ক্লদ দুভালিয়েরের বিরুদ্ধে অভিযোগ আনা হলে তাঁকে বিচারের আওতায় আনা যাবে।
বেলিরিভ জানান, ‘হাইতির সংবিধানে নির্বাসন নিষিদ্ধ। সব নাগরিক তাঁদের দেশে ফিরে আসতে পারে।’ তিনি বলেন, ‘যদি দুভালিয়েরের ব্যাপারে বিচার বিভাগের কাজ শুরু হয়, তাহলে আইন অনুযায়ী কার্যক্রম চলবে।’
২৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত রোববার দেশে ফিরেছেন দুভালিয়ের। নভেম্বরে প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে তিনি দেশে ফিরলেন। এ অবস্থায় দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গণতন্ত্রপন্থীদের প্রবল বিক্ষোভের মুখে ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হন এবং দেশ ত্যাগ করেন দুভালিয়ের।
বেলিরিভ জানান, ‘হাইতির সংবিধানে নির্বাসন নিষিদ্ধ। সব নাগরিক তাঁদের দেশে ফিরে আসতে পারে।’ তিনি বলেন, ‘যদি দুভালিয়েরের ব্যাপারে বিচার বিভাগের কাজ শুরু হয়, তাহলে আইন অনুযায়ী কার্যক্রম চলবে।’
২৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত রোববার দেশে ফিরেছেন দুভালিয়ের। নভেম্বরে প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে তিনি দেশে ফিরলেন। এ অবস্থায় দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গণতন্ত্রপন্থীদের প্রবল বিক্ষোভের মুখে ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হন এবং দেশ ত্যাগ করেন দুভালিয়ের।
No comments