যেখানে এখনো সেরা উডস
গত বছর শিরোপাশূন্য থাকতে পারেন টাইগার উডস, হারাতে পারেন গলফ র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব। কিন্তু বিশ্বের শীর্ষ উপার্জনকারী গলফার হিসেবে তাঁর এক নম্বর জায়গাটি রয়েছে অটুট। সেরা উপার্জনকারী গলফার হিসেবে আরেকটি বছর পার করলেন টাইগার উডস। শুধু তা-ই নয়, গত বছর দ্বিতীয় শীর্ষ উপার্জনকারী গলফারের চেয়ে উডসের আয় প্রায় ৩৪ মিলিয়ন ডলারেরও বেশি।গলফ ডাইজেস্ট ম্যাগাজিনের হিসাবে গত বছর উডস আয় করেছেন ৭৪.২ মিলিয়ন মার্কিন ডলার। ৪০.১৮ মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আরেক আমেরিকান ফিল মিকেলসন। পরের তিনটি স্থানে থাকা গলফাররা হলেন আর্নল্ড পালমার (৩৬ মিলিয়ন ডলার), গ্রেগ নরম্যান (৩০) ও জ্যাক নিকলাস (২৫.১৭)।
টাইগার উডসের আয়ের সিংহভাগই এসেছে বাণিজ্যিক চুক্তি থেকে। গলফ থেকে এসেছে মাত্র ২.২৯ মিলিয়ন ডলার। সেরা উপার্জনকারী গলফার হিসেবে বছর শেষ করতে পারলেও উডসের উপার্জন কতটা কমেছে সেটা দেখতে পারেন এই তথ্যে—২০০৯ সালে তাঁর আয় ছিল ১২১.৯ মিলিয়ন ডলার।
টাইগার উডসের আয়ের সিংহভাগই এসেছে বাণিজ্যিক চুক্তি থেকে। গলফ থেকে এসেছে মাত্র ২.২৯ মিলিয়ন ডলার। সেরা উপার্জনকারী গলফার হিসেবে বছর শেষ করতে পারলেও উডসের উপার্জন কতটা কমেছে সেটা দেখতে পারেন এই তথ্যে—২০০৯ সালে তাঁর আয় ছিল ১২১.৯ মিলিয়ন ডলার।
No comments